TRENDING:

Instagram-এ একসঙ্গে অনেকগুলি ছবি শেয়ার করতে চান? ব্যবহার করুন এই বিশেষ ফিচার

Last Updated:

একসঙ্গে অনেক ফটো শেয়ার করার জন্য ইউজাররা ইনস্টাগ্রামের লে-আউট অপশনের ব্যবহার করতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্তমানে Instagram একটি খুবই জনপ্রিয় অ্যাপ। অনেকেই এই অ্যাপ ব্যবহার করে নিজেদের ছবি এবং ভিডিও শেয়ার করেন। কিন্তু অনেকেই একসঙ্গে অনেক ছবি শেয়ার করার সময় কোলাজ তৈরি করার চেষ্টা করেন। খুব কম ইউজারই জানেন যে ইনস্টাগ্রামে এমন একটি ফিচার রয়েছে, যেখানে একসঙ্গে অনেক ফটো শেয়ার করা যেতে পারে। এর জন্য আলাদা করে কোনও কোলাজ বানানোর প্রয়োজন নেই।
advertisement

একসঙ্গে অনেক ফটো শেয়ার করার জন্য ইউজাররা ইনস্টাগ্রামের লে-আউট অপশনের ব্যবহার করতে পারেন। ইউজাররা নতুন ফটো এবং গ্যালারির যে কোন ফটো ব্যবহার করতে পারেন এক্ষেত্রে। ইনস্টাগ্রামের স্টোরি তৈরি করার সময়ও লে-আউট অপশনের ব্যবহার করতে পারেন ইউজাররা।

এছাড়াও লে-আউট অ্যাপেরও ব্যবহার করা যেতে পারে। শুধু নিজেদের ছবি খোঁজার জন্য ইনস্টাগ্রামের একটি ফিচার রয়েছে। ইনস্টাগ্রামের সেই ফিচারটি হল ফ্রেশ অপশন। এর মাধ্যমে ইউজাররা শুধু নিজেদের ছবি বেছে নিতে পারবেন।

advertisement

আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু

এখানে ইউজাররা খুব সহজেই নিজেদের ফটো সাজিয়ে নিতে পারবেন। সেই ফটো নিজেদের পছন্দ মতোৃ করে জুম অথবা যে কোন শেপে অ্যাডজাস্ট করতে পারবেন তাঁরা। এরপরে সেই ছবির লে-আউট বানাতে পারবে ইউজাররা। এখানে নিজেদের ফটো রোটেট করাও যাবে।

advertisement

ইউজাররা নিজেদের ছবি ইনস্টাগ্রামে কম্বাইনড করতে চাইলে, সেটিও কয়েকটি সহজ স্টেপের মাধ্যমে করতে পারবেন। ইনস্টাগ্রামের লে-আউট ফিচার ব্যবহার করার জন্য প্রথমেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করতে হবে।

এরপর ওপরের দিকে থাকা ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে থাকা স্টোরি অপশনে ক্লিক করতে হবে ইউজারদের।

আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে

advertisement

এরপর বাঁ দিকে থাকা লে-আউট অপশনে ক্লিক করতে হবে।

এরপরে নিচের দিকে থাকা ক্যামেরা অপশন থেকে নিজেদের ফটো বেছে নিতে হবে। এখানে বাঁদিকে ক্লিক করে গ্যালারিতে থাকা ফটো বেছে নিতে হবে।

এরপর গ্রিড অপশনে ক্লিক করে নিজেদের ফটো লে আউট পরিবর্তন করা যাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
মন্থার প্রভাবে উত্তাল রাতের দিঘা! এত্ত ক্ষতি- মাথায় হাত হোটেল মালিক থেকে দোকানদারদের
আরও দেখুন

এরপর নিচে এসে ক্লিক করতে হবে। এবার ইউজারদের স্টোরি নিচে থাকা লিস্টে চলে আসবে। এভাবেই ইনস্টাগ্রামের ইউজাররা বেছে নিতে পারবেন নিজেদের অনেকগুলো ফটো এবং সেগুলো একসঙ্গে শেয়ার করতে পারবেন।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Instagram-এ একসঙ্গে অনেকগুলি ছবি শেয়ার করতে চান? ব্যবহার করুন এই বিশেষ ফিচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল