TRENDING:

Instagram-এ নয়া ফিচার, এবার Reels-এর মতো সমস্ত ছোট ভিদিও শেয়ার করা হবে ইনস্টাগ্রামে

Last Updated:

Instagram New Feature: ইনস্টাগ্রামের এই নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা ১৫ মিনিটের কম সময়ে ভিডিও রিলের আকারে শেয়ার করতে পারবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Instagram New Feature: ইনস্টাগ্রাম একটি খুবই জনপ্রিয় অ্যাপ। ইনস্টাগ্রামের রিল ইউজারদের কাছে খুবই জনপ্রিয়। ইনস্টাগ্রামের রিল ইউজারদের কাছে আরও জনপ্রিয় করে তুলতে নিয়ে আসা হচ্ছে একটি নতুন ফিচার। কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে যে, ইনস্টাগ্রামের ইউজারদের জন্য নিয়ে আসা হতে চলেছে সম্পূর্ণ একটি নতুন ফিচার যা ইউজারদের খুবই পছন্দ হবে। জানা গিয়েছে যে ইনস্টাগ্রামের এই নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা ১৫ মিনিটের কম সময়ে ভিডিও রিলের আকারে শেয়ার করতে পারবে। খুব তাড়াতাড়ি ইউজাররা এই ফিচার ব্যবহার করতে পারবে। একই সঙ্গে বিভিন্ন ধরনের ভিডিও, রেগুলার ভিডিও ফরম্যাটে শেয়ার করা যাবে।
advertisement

ইনস্টাগ্রামের তরফে একটি ব্লগ পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, "আমরা চাই যে সকলেই নিজেদের ক্রিয়েটিভ আইডিয়া সহজভাবে সকলের সামনে তুলে ধরুক। এর জন্য আমরা ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের নতুন ফিচার নিয়ে আসতে চলেছি। ইউজারদের কথা মাথায় রেখেই নতুন ফিচার নিয়ে আসা হতে চলেছে। নতুন এই ফিচারের মাধ্যমে ইউজাররা এডিট এবং শেয়ার করতে পারবে নিজেদের ভিডিও। যা নিজেদের ফোন থেকেই করা সম্ভব।" কারণ আগামী বছরে ইনস্টাগ্রাম মেটার (Meta) কাছে একটি বড় হাতিয়ার হতে চলেছে। কারণ ইনস্টাগ্রাম এখন টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চলেছে। এই জন্য তারা ইনস্টাগ্রামের ভিডিওতে নতুন করে বিভিন্ন ধরনের ফিচার যুক্ত করতে চলেছে। কারণ ইউজারদের কাছে যেন টিকটকের থেকে সেটি আরও বেশি আকর্ষণীয় উঠে এবং তারা যেন আরও বেশি করে ইনস্টাগ্রাম ব্যবহার করে।

advertisement

আরও পড়ুন: মাইক্রোসফট ওয়ার্ডের এই ৫ ট্রিক আসান করে দেবে লেখালিখি

আরও পড়ুন: ১৩টি নতুন মোবাইল প্ল্যানে বিনামূল্যে অ্যামাজন প্রাইম! দেখুন অসাধারণ এই অফার

পাবলিক ফটোতে ব্যবহার করা যাবে রিমিক্স -

জানা গিয়েছে যে নতুন ফিচার ছাড়াও ইনস্টাগ্রাম রিমিক্সিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের টুল নিয়ে আসতে চলেছে। এর মাধ্যমে ইউজাররা স্টোরিজ এবং বিভিন্ন ধরনের ছবি রিমিক্স করে শেয়ার করতে পারবে। এর ফলে সেই সকল স্টোরি এবং ছবির ভিজুয়াল আরও ভালো হবে এবং ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। একই সঙ্গে ইনস্টাগ্রামের ইউজাররা এই ধরনের টুল ব্যবহার করে নিজেদের ছবি, ভিডিও এবং স্টোরি আরও আকর্ষণীয় করে তুলতে পারবে। এখানে ইউজাররা নিজেদের ক্রিয়েটিভিটি ব্যবহার করার পূর্ণ স্বাধীনতা পাবে। এর ফলে যার কনটেন্ট যত ক্রিয়েটিভ হবে তার ইউজার তত বেশি হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

কোম্পানির তরফে জানানো হয়েছে যে যাদের কাছে পাবলিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে তারা নিজেদের ভিডিও এবং রিল বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছাতে পারবে। বর্তমানে যে সমস্ত ভিডিও ৯০ সেকেন্ডের কম সেগুলো রিল হিসেবে শেয়ার করা যায়। অ্যাকাউন্ট যদি প্রাইভেট হয় তাহলে সেই রিল শুধুমাত্র নিজেদের ফলোয়াররাই দেখতে পারবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Instagram-এ নয়া ফিচার, এবার Reels-এর মতো সমস্ত ছোট ভিদিও শেয়ার করা হবে ইনস্টাগ্রামে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল