সোমবার এক বিবৃতি জারি করে কেন্দ্র জানিয়েছে, এই সব YouTube চ্যানেলের দর্শক সংখ্যা ক্রমাগত বাড়ছিল। বর্তমানে প্রায় ৬৮ কোটি মানুষ ওই চ্যানেলগুলি দেখছিলেন। কেন্দ্রীয় বিবৃতিতে বলা হয়েছে যে, এই ৬টি পাকিস্তানী এবং ১০টি ভারতীয় চ্যানেল, ‘ভারতে আতঙ্ক ছড়াতে, সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য মিথ্যা, যাচাই না করা তথ্য’ ছড়িয়ে দিচ্ছিল।
advertisement
ভারতীয় চ্যানেলগুলির বিরুদ্ধে অভিযোগ তারা খবর এবং ভিডিও প্রকাশ করে রটিয়ে দিচ্ছিল যে, সারা দেশে ফের লকডাউন ঘোষণা করা হয়েছে কোভিড ১৯ অতিমারীর প্রেক্ষিতে। তা ছাড়া এক বিশেষ সম্প্রদায়কে হুমকি দেওয়ার অভিযোগ তুলে মিথ্যা খবর প্রকাশ করা হচ্ছিল বলে দাবি।
আরও পড়ুন - এই গ্রীষ্মে গরম হয়ে যাচ্ছে সাধের স্মার্টফোন? দেখে নিন গরম থেকে ফোন বাঁচানোর ৫টি উপায়
আরও পড়ুন - অল্পতেই অত্যন্ত ঠান্ডা, সামান্য বিদ্যুতের বিল? স্টাইলিশ লুক, হাজার কামাল
পাকিস্তানী চ্যানেলগুলি সম্পর্কে বিবৃতিতে জানান হয়েছে, পাকিস্তান ভিত্তিক YouTube চ্যানেলগুলিতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভারতের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়়ানো হচ্ছিল। বিশেষত ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে। সেই সঙ্গে ইউক্রেন পরিস্থিতিতে ভারতের বৈদেশিক সম্পর্ক নিয়েও নানা ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ডিজিটাল খবর পরিবেশকরা কেউই ভারতীয় তথ্য প্রযুক্তি আইন ২০২১-এর ১৮ নম্বর ধারা মেনে খবর প্রকাশ করেনি।’
কোন কোন চ্যানেল বন্ধ হল, দেখে নিন এক নজরে।
ভারতীয় চ্যানেল:
- সাইনি এডুকেশন রিসার্চ (Saini Education Research)
- হিন্দি মে দেখো (Hindi Mein Dekho)
- টেকনিক্যাল যোগেন্দ্র (Technical Yogendra)
- আজ তে নিউজ (Aaj te news)
- এসবিবি নিউজ (SBB News)
- ডিফেন্স নিউজ ২৪X৭ (Defence News24x7)
- দ্য স্টাডি টাইম (The study time)
- লেটেস্ট আপডেট (Latest Update)
- এমআরএফ টিভি লাইভ (MRF TV LIVE)
- তাহাফফুজ-এ-দীন ইন্ডিয়া (Tahaffuz-E-Deen India)
পাকিস্তানী চ্যানেল
- আজতক পাকিস্তান (AjTak Pakistan)
- ডিসকভার পয়েন্ট (Discover Point)
- রিয়েলিটি চেকস (Reality Checks)
- কৈসর খান (Kaiser Khan)
- দ্য ভয়েস অব এশিয়া (The Voice of Asia)
- বোল মিডিয়া বোল (Bol Media Bol)
এ ছাড়া, ভারতীয় চ্যানেল তহফ্ফুজ-এ-দীন মিডিয়া সার্ভিসের (Tahaffuz E Deen Media Services – India)-এর ফেসবুক অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয়েছে।