ইনকাম ট্যাক্স রিফান্ড (Income Tax Refund) এর স্টেটাস ট্র্যাক করার উপায়
দু'টি পদ্ধতির মাধ্যমে ইনকাম ট্যাক্স রিফান্ড-এর (Income Tax Refund) স্টেটাস ট্র্যাক করা সম্ভব। একটি হল নিউ ইনকাম ট্যাক্স পোর্টালের মাধ্যমে ট্র্যাক করা। আরেকটি হল এনএসডিএল (NSDL) ওয়েবসাইটের মাধ্যমে ট্র্যাক করা যাব।
আরও পড়ুন - ফোনে ভাইরাস নেই তো? কী ভাবে তা বোঝা যাবে?
advertisement
নিউ ইনকাম ট্যাক্স (Income Tax) পোর্টালের মাধ্যমে ইনকাম ট্যাক্স রিফান্ডের স্টেটাস ট্র্যাক করার উপায়
স্টেপ ১ - প্রথমেই ওপেন করতে হবে www.incometax.gov.in। এর পর লগ ইন করতে হবে নিজেদের অ্যাকাউন্টে। নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেটি করতে হবে। এক্ষেত্রে নিজেদের প্যান (PAN) নম্বর হল ইউজার আইডি।
স্টেপ ২ - লগ ইন করার পর 'ই-ফাইল' (e-file) অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৩ - এর পর 'ইনকাম ট্যাক্স রিটার্নস' (Income Tax Returns) সিলেক্ট করতে হবে। এর পর খুলতে হবে 'ভিউ ফাইলড রিটার্নস' (View Filed Returns)
স্টেপ ৪ - এবার সেখানে চেক করতে হবে লেটেস্ট আইটিআর (ITR) ফাইলড। এরপ র 'ভিউ ডিটেলস' (View Details) অপশন সিলেক্ট করতে হবে। সেখানেই দেখা যাবে নিজেদের আইটিআর-এর ডিটেলস স্টেটাস।
আরও পড়ুন - কম্পিউটারে ভাইরাস ? নিজের তথ্য সুরক্ষিত রাখতে চটজলদি Scan করেন নিন Windows 11 PC
এনএসডিএল (NSDL) ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম ট্যাক্স রিফান্ডের স্টেটাস ট্র্যাক করার উপায়
স্টেপ ১ - প্রথমেই ইন্টারনেট ব্রাউজারে এন্টার করতে হবে https://tin.tin.nsdl.com/oltas/refundstatuslogin.html
স্টেপ ২ - এর পর সেখানে নিজেদের প্যান (PAN)-এর ডিটেলস দিতে হবে।
স্টেপ ৩ - এর পর যেই বছরের রিফান্ড স্টেটাস দেখতে চাওয়া দরকার, সেই বছর সিলেক্ট করতে হবে।
স্টেপ ৪ - এর পর ক্যাপচা কোড এন্টার করতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সেটি সাবমিট করার পরেই দেখা যাবে আইটিআর-এর ডিটেলস স্টেটাস।