MS Word ব্যবহার করার জন্য প্রায় ১০,৪৯৯ টাকা খরচ করতে হয়। যা অন্যান্য MS Office সফটওয়্যারের থেকে অনেক বেশি। কিন্তু কেউ যদি পুরো MS Office প্যাক সাবস্ক্রাইব করতে চায়, তাদের জন্য রয়েছে বার্ষিক ৪,৮৯৯ টাকার প্যাকেজ। এই জন্য অনেকেই এটি ব্যবহার না করে, Google Docs ব্যবহার করে। এটিতে MS Word-এর মতো অনেক ফিচার না থাকলেও ইউজারদের কাজ হয়ে যায়। অনেকে আবার MS Office-এর ক্র্যাকড ভার্সন ব্যবহার করে, যেটা সুরক্ষিত নয় এবং সফটওয়্যার প্রাইভেসির ক্ষেত্রে অবৈধ। কিন্তু এই MS Word-ই সম্পূর্ণ বিনামূল্যে বৈধ ভাবেই ব্যবহার করা যায়। এক নজরে দেখে নেওয়া যাক কী ভাবে বিনামূল্যে ব্যবহার করা যাবে MS Word।
advertisement
আরও পড়ুন - Amazon Great Indian Festival Sale: অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে সেরা ফিটনেস ব্যান্ড
স্টেপ ১ - প্রথমে নিজেদের কম্পিউটারে ওয়েব ব্রাউজার (Web Browser) ওপেন করতে হবে। এর পর সেখানে টাইপ করতে হবে office.com।
স্টেপ ২ - সেটি খুলে গেলে একটি লাল রঙের 'সাইন ইন' (Sign In) বাটন দেখতে পাওয়া যাবে। যা মেন ব্যানারের বাঁদিকে রয়েছে। সেটি ক্লিক করতে হবে।
স্টেপ ৩ - এবার অফিস ওয়েবসাইট মাইক্রোসফট অ্যাকাউন্টের ডিটেলস সম্পর্কে জিজ্ঞাসা করবে। এবার সেটি এন্টার করতে হবে। টু ফ্যাক্টর অথেনটিকেশন (Two-Factor Authentication) চালু থাকলে, ভেরিফিকেশন কোডের মাধ্যমে লগ ইন করা যাবে।
স্টেপ ৪ - এবার সেখানে লগ ইন করলে স্ক্রিন জুড়ে একটি বড় ব্যানার দেখা যাবে। সেই ব্যানারের নিচে সম্প্রতি ব্যবহার করা ওয়ান ড্রাইভের (One Drive) ফাইলের লিস্ট দেখা যাবে। বাঁদিকের মেনুতে সমস্ত মাইক্রোসফট অ্যাপসের লিস্ট দেখা যাবে।
আরও পড়ুন - Tech Tips: অ্যাকাউন্ট হ্যাক হলে Google-এর সাহায্যে তা খুঁজে বের করা সম্ভব; কীভাবে? জানুন
স্টেপ ৫ - এবার MS Word-এর ডাবলু (W) আইকন ক্লিক করতে হবে। খুলে যাবে Microsoft Word।
স্টেপ ৬ - এবার Microsoft Word ব্যবহার করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।