TRENDING:

How to Use Google Maps Offline: ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপ কী ভাবে ব্যবহার করবেন, জেনে নিন

Last Updated:

How to use Google Maps offline: এক নজরে দেখে নিন গুগল ম্যাপের অটো ডাউনলোড অপশন টার্ন অন করে রাখার উপায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
How to use Google Maps offline: গুগল ম্যাপ (Google Map) খুবই জনপ্রিয় একটি অ্যাপ। এর মাধ্যমে বিভিন্ন ধরনের ঠিকানা খুব সহজেই খুঁজে বের করা সম্ভব হয়। বর্তমানে সকলেই যে কোনও ঠিকানা, রাস্তা খুঁজে বের করতে গুগল ম্যাপের সাহায্য নিয়ে থাকেন। কিন্তু গুগল ম্যাপ ব্যবহার করার সময় ইন্টারনেটের প্রয়োজন হয়। সমস্যা সেখানেই। প্রান্তিক এলাকাগুলিতে গেলে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় ইন্টারনেট সংযোগ খুব দুর্বল। এর ফলে গুগল ম্যাপ ঠিক মতো কাজ করতে পারে না। কিন্তু জানেন কি, অফলাইনেও গুগল ম্যাপ ব্যবহার করা সম্ভব?
advertisement

এক নজরে দেখে নিন অফলাইনে গুগল ম্যাপ ব্যবহার করার উপায়

গুগল ম্যাপ অফলাইনে ব্যবহার করার জন্য অটো ডাউনলোড অপশন ‘টার্ন অন’ (turn on) করে রাখা প্রয়োজন। এক নজরে দেখে নিন গুগল ম্যাপের অটো ডাউনলোড অপশন টার্ন অন করে রাখার উপায় -

স্টেপ ১ - এর জন্য প্রথমেই খুলতে হবে গুগল ম্যাপ অ্যাপ।

advertisement

স্টেপ ২ - গুগল ম্যাপের একদম নীচে সেটিং অপশন রয়েছে। সেটিতে ক্লিক করতে হবে।

স্টেপ ৩ - এরপর প্রাইভেসি সেন্টারে ক্লিক করতে হবে এবং সেখান থেকে যেতে হবে অফলাইন ম্যাপ অপশনে।

আরও পড়ুন - শুরু হতে চলেছে ফ্লিপকার্টের বিগ সেভিং ডে’জ সেল, জেনে নিন কোন জিনিসে মিলবে কত ছাড়

advertisement

স্টেপ ৪ - এরপর সিলেক্ট করতে হবে অটো ডাউনলোড অফলাইন ম্যাপ।

স্টেপ ৫ - এই কাজটি করার সময় দেখে নিতে হবে নিজেদের ইন্টারনেট কানেকশন ঠিকঠাক আছে কিনা। কারণ এ সময় ইন্টারনেটের প্রয়োজন হবে। অফলাইন ম্যাপ ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

স্টেপ ৬ - অফলাইন ম্যাপ ডাউনলোড হয়ে গেলে সেটি ‘টার্ন অন’ করে রাখতে হবে। এর ফলে যখন ইন্টারনেট পাওয়া যাবে না, তখন কাজ করবে এই অফলাইন ম্যাপ।

advertisement

একনজরে দেখে নিন এই অফলাইন ম্যাপ ব্যবহার করার উপায়

স্টেপ ১ - নিজেদের গাড়িতে যদি অফলাইন ম্যাপ টার্ন অন করা থাকে তাহলে সেই ম্যাপে গাড়ির মুভমেন্ট দেখা যাবে।

আরও পড়ুন - আর কেউ খুঁজে পাবে না আপনার ফোন নম্বর, গ্রাহকদের জন্য নতুন নীতি Google-এর

advertisement

স্টেপ ২ – এ ছাড়াও সেই ম্যাপের হোম এবং ওয়ার্ক ম্যাপে সাইন ইন করে রাখা প্রয়োজন। তবে এটি না করলেও বিশেষ কোনও ক্ষতি হবে না।

স্টেপ ৩ - সেই ম্যাপ ম্যানুয়ালি ডাউনলোড করে রাখতে হবে। এটিও না করলে বিশেষ ক্ষতি হবে না।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্টেপ ৪ - একটি বিষয় ভাল করে দেখে নিতে হবে যে হোম এবং ওয়ার্ক ম্যাপ নিজেদের হোম এবং অফিসের ঠিকানার সঙ্গে মিলছে কিনা। গুগল অ্যাকাউন্টের লোকেশন হিস্ট্রিতে এটা ঠিক রয়েছে কিনা সেটি দেখে নিতে হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
How to Use Google Maps Offline: ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপ কী ভাবে ব্যবহার করবেন, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল