স্টেপ ১: Windows এর কম্পিউটারে iCloud ডেটা অ্যাকসেস করার জন্য, প্রথমে iCloud ইনস্টল করতে হবে। এটা Microsoft Store অথবা Apple-এর ওয়েবসাইট থেকে ইনস্টল করা যাবে। Microsoft store এর মাধ্যমে এটা ইনস্টল করা হলে পরবর্তীকালে খুব সহজেই আপডেট করা যাবে।
স্টেপ ২: iCloud সফটওয়্যার ইনস্টল হয়ে গেলে, তারপর Apple ID অথবা iCloud ইউজারনেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন অনুমোদনের জন্য ইউজারের Apple-এর ডিভাইসে একটি লগ ইন রিকোয়েস্ট আসবে। সেখানে প্রেস করতে হবে Allow এবং Windows ডিভাইসে যে কোডটি দেখাবে সেটা Apple ডিভাইসটিতে এন্টার করতে হবে।
advertisement
স্টেপ ৩: ইনস্টল করার সময় iCloud-এ ব্যবহারযোগ্য ফিচার্সগুলি সিলেক্ট করতে হবে। যার মধ্যে থাকবে iCloud ড্রাইভ, ফটো, মেইল, কন্ট্যাক্টস এবং ক্যালেন্ডার, বুকমার্কস ও পাসওয়ার্ড।
স্টেপ ৪: এবার ফাইল এক্সপ্লোরারে iCloud ড্রাইভ এবং iCloud ফটোগুলি দেখা যাবে। যদি না দেখা যায়, তাহলে iCloud খুলে পাশের চেকবক্স সিলেক্ট করতে হবে।
যদি কেউ মেইল, কন্ট্যাক্টস এবং ক্যালেন্ডার নির্বাচন করেছেন তাহলে সেগুলি Outlook-এও দেখাবে। বুকমার্কস এবং পাসওয়ার্ডস Google Chrome-এ ব্যবহার করা যাবে। iCloud-এর ডেটা অ্যাকসেস করার জন্য iCloud আইকনটিতে রাইট ক্লিক করে দেখা যেতে পারে।