TRENDING:

How to Scan: যে কোনও বই, ছবি অথবা ডকুমেন্ট স্ক্যান করাতে যেতে হবে না বাইরে, হাতে শুধু স্মার্টফোন থাকলেই কেল্লা ফতে

Last Updated:

Tech Tips: এক নজরে দেখে নেওয়া যাক, স্মার্টফোনের সাহায্য ডকুমেন্ট স্ক্যান করার সহজ উপায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিভিন্ন ধরনের ডকুমেন্ট স্ক্যান করার দরকার পড়লে এখন আর সাইবার ক্যাফেতে যাওয়ার দরকার নেই। বাড়িতে বসে নিজেদের স্মার্টফোন দিয়ে সহজেই বিভিন্ন ধরনের ডকুমেন্ট স্ক্যান করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক সেই সহজ উপায়।
advertisement

স্টেপ ১: নিজেদের স্মার্টফোনে যদি কোনও ধরনের স্ক্যানিং অ্যাপ ইনস্টল করা না-থাকে, তা হলে প্রথমেই প্লে-স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে একটি স্ক্যানিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।

স্টেপ ২: স্ক্যানিং অ্যাপ ডাউনলোড করার পরে স্ক্রিনে ভেসে ওঠা নির্দেশ অনুসারে নিজেদের অ্যাকাউন্ট বানাতে হবে অথবা লগ-ইন করতে হবে।

স্টেপ ৩: লগ-ইন করার পরে সেই স্ক্যানিং অ্যাপ তার প্রয়োজন মতো বিভিন্ন ধরনের টুলস্ ব্যবহার করার অনুমতি চাইবে। নিজেদের প্রয়োজন অনুযায়ী সেই অনুমতি দেওয়ার পরে সেই স্ক্যানিং অ্যাপ ব্যবহার শুরু করা যাবে। এর জন্য প্রথমেই ফোনের ক্যামেরার ইন্টারফেস খুলে যাবে এবং সেখানে ডকুমেন্ট স্ক্যান করার জন্য বিভিন্ন ধরনের মোড দেখতে পাওয়া যাবে। ডকুমেন্ট স্ক্যান করার জন্য ডকুমেন্ট স্ক্যান মোড ওপেন করতে হবে। এ ছাড়াও সেখানে হোয়াইটবোর্ড, বুক, আই-ডি কার্ড এবং বিজনেস কার্ড ইত্যাদির মতো বিভিন্ন ধরনের মোড দেখা যাবে। নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে সেই সকল মোড।

advertisement

আরও পড়ুন - সাবধান! কোভিড বুস্টার শট বুকিংয়ে ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

স্টেপ ৪: মোড বেছে নেওয়ার পরে যে ডকুমেন্ট স্ক্যান করতে চাইছেন, সেটার উপর ফোনের ক্যামেরা ফোকাস করতে হবে।

স্টেপ ৫: বাই ডিফল্ট, সেই স্ক্যানিং অ্যাপে অটো-ক্যাপচার এনেবল করা থাকবে। অর্থাৎ এক বার প্রেস করার সঙ্গে সঙ্গেই সেই ডকুমেন্ট ক্যাপচার হওয়া শুরু হয়ে যাবে। স্ক্যানিং অ্যাপ ফোনের স্ক্রিনে সেই ডকুমেন্টের চারটি কোণ দেখা যাবে। নিজেদের পছন্দ অনুযায়ী, সেই ডকুমেন্টের কপি ছোট অথবা বড় করে নেওয়া যাবে। ডকুমেন্টের ছবি তোলার জন্য নিজেদের হাত ঠিক রাখা দরকার। কারণ ওই সময় হাত নড়ে গেলে সেই ডকুমেন্ট ঠিক মতো স্ক্যান করা যাবে না। অনেক স্ক্যানিং অ্যাপ সেই সময় মেসেজ পাঠিয়ে ইউজারদের সতর্ক করে দেয়, নিজেদের হাত ঠিক রাখার জন্য।

advertisement

স্টেপ ৬: এক বার ডকুমেন্ট ক্যাপচার হয়ে যাওয়ার পর সেটি অ্যাডজাস্ট করতে হয়। আর অ্যাডজাস্ট করার পরে অন্য আরও পেজ স্ক্যান করতে চাইলে 'কিপ স্ক্যানিং' অপশনে ক্লিক করতে হবে। এর পরে সেটি অ্যাডজাস্ট করার জন্য 'অ্যাডজাস্ট অ্যান্ড সেভ' অপশনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন - আকর্ষণীয় ছাড়, ঢালাও অফার; Amazon গ্রেট রিপাবলিক ডে সেল কবে থেকে জানেন তো?

advertisement

স্টেপ ৭: এর পর সেটি পিডিএফ (PDF) হিসেবে সেভ করে রাখতে চাইলে 'সেভ পিডিএফ' অপশনে ক্লিক করতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

স্টেপ ৮: পিডিএফ ছাড়াও সেই ইমেজ জেপেগ (JPEG) হিসেবেও সেভ করে রাখা যাবে। এ ছাড়া 'কপি টু ডিভাইস' অপশনে ক্লিক করে ইন্টারনাল স্টোরেজে পিডিএফ ফাইল হিসেবে সেটি সেভ করে রাখা যাবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
How to Scan: যে কোনও বই, ছবি অথবা ডকুমেন্ট স্ক্যান করাতে যেতে হবে না বাইরে, হাতে শুধু স্মার্টফোন থাকলেই কেল্লা ফতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল