TRENDING:

Tech Tips: তথ্য থাক সুরক্ষিত, দেখে নিন Google Account-এর ব্যক্তিগত তথ্য লুকিয়ে রাখার উপায়

Last Updated:

Tech Tips: এক নজরে দেখে নিন অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যক্তিগত তথ্য অ্যাড, এডিট এবং ডিলিট করার উপায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
How To Hide Your Personal Information: গুগলের (Google) বিভিন্ন ধরনের সার্ভিস যারা ব্যবহার করে, তাদের একটি নিজস্ব গুগল অ্যাকাউন্ট রয়েছে। সেই গুগল অ্যাকাউন্টে নিজেদের বিভিন্ন ধরনের ব্যাক্তিগত তথ্য থাকে। কিন্তু গুগল অ্যাকাউন্টের সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য ইউজাররা নিজেরাই লুকিয়ে রাখতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক সেই সকল উপায়।
advertisement

অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যক্তিগত তথ্য অ্যাড, এডিট এবং ডিলিট করার উপায় -

স্টেপ ১ - নিজেদের গুগল অ্যাকাউন্টে নিজেদের ব্যাক্তিগত তথ্য হাইড করার জন্য, প্রথমেই খুলতে হবে নিজেদের ডিভাইসের সেটিং অ্যাপ। এরপর গুগলে গিয়ে ম্যানেজ করতে হবে গুগল অ্যাকাউন্ট।

স্টেপ ২ - এরপর ওপরে থাকা পার্সোনাল ইনফোতে ক্লিক করতে হবে।

advertisement

স্টেপ ৩ - এরপর ক্লিক করতে হবে 'চুজ হোয়াট আদার সি'। সেখান থেকে যেতে হবে গো টু অ্যাবাউট মি অপশনে।

স্টেপ ৪ - এরপর পরিবর্তন করতে হবে নিজেদের ইনফো।

অ্যাডের জন্য - এরপর সেখানেই দেখতে পাওয়া যাবে অ্যাড ইনফো অপশন। সেই অপশনে ক্লিক করে নিজেদের পছন্দ মতো অ্যাড করা যাবে।

advertisement

আরও পড়ুন - WhatsApp Web Security: হোয়াটসঅ্যাপ ওয়েবে অবশেষে আসতে চলেছে এই সিকিউরিটি ফিচার

এডিটের জন্য - এডিট অপশনে ক্লিক করে নিজেদের পছন্দ মতো পরিবর্তন করা যাবে। এক্ষেত্রে মনে রাখা দরকার যে, কেউ যদি সম্প্রতি নিজেদের নাম পরিবর্তন করে থাকে তাহলে সেই নাম পুনরায় পরিবর্তন করার আগে একটু অপেক্ষা করা প্রয়োজন।

advertisement

ডিলিট - ডিলিট অপশনে গিয়ে নিজেদের পছন্দ মতো ডিলিট করা যাবে।

নিজেদের পছন্দ মতো ইনফো দেখানোর উপায় -

স্টেপ ১ - এর জন্য প্রথমেই ওপেন করতে হবে সেটিং অপশন।

স্টেপ ২ - এরপর ক্লিক করতে হবে গুগল এবং সেখান থেকে যেতে হবে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট অপশনে। এরপর সেখান থেকে যেতে হবে পার্সোনাল ইনফো অপশনে।

advertisement

স্টেপ ৩ - এরপর ক্লিক করতে হবে 'চুজ হোয়াট আদার সি'। সেখান থেকে যেতে হবে গো টু অ্যাবাউট মি অপশনে।

স্টেপ ৪ - এরপর নিচে থাকা ইনফো অপশনের মাধ্যমে বেছে নেওয়া যাবে, কে নিজেদের ইনফো দেখতে পাবে।

স্টেপ ৫ - এরপর সেখান থেকে যে কোন একটি অপশন বেছে নিতে হবে।

আরও পড়ুন - লুকিয়ে লুকিয়ে কে দেখছেন আপনার Facebook প্রোফাইল? জেনে নিন এভাবে

গুগল সার্ভিসের প্রোফাইল ম্যানেজ করার উপায় -

স্টেপ ১ - প্রথমেই ওপেন করতে হবে অ্যান্ড্রয়েড ফোন অথবা ট্যাবলেটের গুগল অ্যাকাউন্ট।

স্টেপ ২ - এরপর ওপরে থাকা পার্সোনাল ইনফো অপশন ক্লিক করতে হবে।

স্টেপ ৩ - এরপর নিজেদের প্রোফাইলে ক্লিক করতে হবে।

স্টেপ ৪ - এরপর ক্লিক করতে হবে প্রোফাইল ইনফোতে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্টেপ ৫ - এরপর ম্যানেজ করতে হবে নিজেদের প্রোফাইল ইনফো।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Tech Tips: তথ্য থাক সুরক্ষিত, দেখে নিন Google Account-এর ব্যক্তিগত তথ্য লুকিয়ে রাখার উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল