স্টেপ ১: প্রথমে কমান্ড প্রমপ্ট লঞ্চ করতে হবে। এটা করার জন্য Windows-এর সার্চ বারে অথবা স্টার্ট মেনুতে লিখতে হবে “Cmd” বা “Command Prompt”। এরপর কমান্ড প্রমপ্টের উইন্ডোটা খুলে যাবে। সেখানে কালো রঙের একটি উইন্ডো খুলে যাবে বা ব্যাকগ্রাউন্ডে যে রঙটি সিলেক্ট করা আছ, সেই রঙের উইন্ডো দেখা যাবে। তার সঙ্গে একটি পাথ শেয়ার থাকবে “C:\.” নামে।
advertisement
স্টেপ ২: এরপর “powercfg /batteryreport” এই টেক্সটি লিখে এন্টার প্রেস করতে হবে। এরপর স্ক্রিনে একটি মেসেজ আসবে, সেখানে লেখা থাকবে “Battery life report saved” এর সঙ্গে একটি ফাইল পাথ থাকবে। এই ফাইল পাথটি হল ব্যাটারি রিপোর্টের লোকেশন। সাধারণত এটি ইউজার ফোল্ডারে সরাসরি সেভ হয়ে যায় এবং এই পাথটি দেখায় ঠিক এভাবে - C:\Users\[Your_User_Name]\battery-report.html
স্টেপ ৩: এরপর এক্সপ্লোরার থেকে ফোল্ডারটি ওপেন করা যাবে, অথবা ওই ফাইল পাথটি কপি করে, ফাইল এক্সপ্লোরার অ্যাড্রেস বারে লিখে এন্টার প্রেস করতে হবে। এছাড়াও Chrome-এর অ্যাড্রেস বারেও এটা লিখে এন্টার করা যাবে।
এরপর ডিভাইসে যে ব্যাটারিটি রয়েছে তার হেলথ সম্পর্কে পুরো তথ্য পাওয়া যাবে। মনে রাখতে হবে “ডিজাইন ক্যাপাসিটি” বলে যে ফিল্ডটা আছে সেখানে ল্যাপটপটি ব্র্যান্ড নিউ থাকাকালীন ব্যাটারির ক্যাপাসিটি কেমন সেটা দেখাবে। অন্যদিকে, “ফুল চার্জ ক্যাপাসিটি”-এর মানে হল ওই সময় ব্যাটারির চার্জ সর্বাধিক কতক্ষণ থাকবে। এই দুটি বিষয়কে তুলনা করে ব্যাটারির হেলথ সম্পর্কে ধারণা করা সম্ভব।