জুম (Zoom) অ্যাপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার নিয়ম
১. প্রথমে জুম অ্যাপটি ডাউনলোড করতে হবে। তার পর নিজের অ্যাকাউন্ট বানিয়ে নিজেও মিটিং পরিচালনা করতে পারবেন ইউজার, অথবা অন্য মিটিংয়েও প্রবেশ করতে পারবেন, নির্দিষ্ট মিটিংয়ের লিঙ্কে ক্লিক করে।
২. এর পর ভিডিও আইকনের অপশনটি ক্লিক করতে হবে। সেখানে থাকা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড (Virtual Background) অপশনটি ক্লিক করতে হবে।
advertisement
৩. এবার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড বেছে নিতে হবে অথবা নিজের পছন্দমত ছবিও আপলোড করা যায়, যা আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসাবে দেখাতে চাই।
৪. ব্যাকগ্রাউন্ড বেছে নেওয়ার পর একবার প্রিভিউ দেখে নিয়ে, সেটি ক্লোজ করে দিতে হবে। তাহলেই আমাদের পছন্দের ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ঠিকমতো সেট হয়ে যাবে।
গুগল মিট (Google Meet) অ্যাপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার নিয়ম
১. প্রথমে গুগল মিট অ্যাপটি ডাউনলোড করতে হবে। তার পর নিজের অ্যাকাউন্ট বানিয়ে নিজেও মিটিং পরিচালনা করতে পারবেন ইউজার, অথবা অন্য মিটিংয়েও প্রবেশ করতে পারবেন, নির্দিষ্ট মিটিংয়ের লিঙ্কে ক্লিক করে।
২. এর পর নিচের তিনটি ডট এর-মত দেখতে অপশনটি ক্লিক করতে হবে। এর পর Change Background অপশনে ক্লিক করতে হবে।
৩. এবার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড বেছে নেওয়া যায় অথবা আমাদের পছন্দমত ছবিও আপলোড করতে পারি আমরা, যা নিজেদের ব্যাকগ্রাউন্ড হিসাবে দেখাতে চাই।
৪. ব্যাকগ্রাউন্ড বেছে নেওয়ার পর একবার প্রিভিউ দেখে নিয়ে, সেটি ক্লোজ করে দিতে হবে। তাহলেই পছন্দের ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ঠিক মতো সেট হয়ে যাবে।
মাইক্রোসফট টিমস (Microsoft Teams) অ্যাপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার নিয়ম
১. প্রথমে মাইক্রোসফট টিমস অ্যাপটি ডাউনলোড করতে হবে। তার পর নিজের অ্যাকাউন্ট বানিয়ে নিজেও মিটিং পরিচালনা করতে পারবেন ইউজার, অথবা অন্য মিটিংয়েও প্রবেশ করতে পারবেন, নির্দিষ্ট মিটিংয়ের লিঙ্কে ক্লিক করে।
২. এর পর নিচের তিনটি ডট এর-মত দেখতে অপশনটি ক্লিক করতে হবে। এর পর Change Background অপশনে ক্লিক করতে হবে।
৩. এবার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড বেছে নেওয়া যায় অথবা আমাদের পছন্দমত ছবিও আপলোড করতে পারি আমরা, যা নিজেদের ব্যাকগ্রাউন্ড হিসাবে দেখাতে চাই।
৪. ব্যাকগ্রাউন্ড বেছে নেওয়ার পর একবার প্রিভিউ দেখে নিয়ে, সেটি ক্লোজ করে দিতে হবে। তাহলেই পছন্দের ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ঠিক মতো সেট হয়ে যাবে।