এর মধ্যে রয়েছে ‘ভ্যানিশ মোড’ (vanish mode), ‘ওয়াচ টুগেদার’ (watch together)-সহ একাধিক নতুন ফিচার। তেমনই একটি হল ইনস্টাগ্রাম চ্যাটিংয়ের থিম। এ বার থেকে চ্যাটিং টুলের ক্ষেত্রে পছন্দ মতো বদলে ফেলা যাবে থিম। এখনও অনেকেই বিষয়টি জানেন না।
নতুন এই ব্যবস্থার ফলে ইনস্টাগ্রামের চ্যাটিং (Instagram Chat) অপশনের থিম বদলানো যাবে। বদলানো যাবে প্রেক্ষাপটের (background) রং। এমনিতে ইনস্টাগ্রাম মেসেঞ্জারে অ্যাপের ডিফল্ট গ্র্যাডিয়েন্ট রঙের ব্যাকগ্রাউন্ড দেখা যায়। কিন্তু অ্যাপের তরফে গ্রাহকদের জন্য সাজিয়ে রাখা হয়েছে ১৫ থেকে ২১টি ব্যাকগ্রাউন্ড অপশন। Android এবং iOS— দু’ধরনের ফোন ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন। আলো এবং অন্ধকারে ব্যবহার করলে সামান্য পার্থক্যও নজরে পড়বে।
advertisement
আরও পড়ুন - কোত্থেকে এল ব্লুটুথের নাম, চিহ্নটিই বা এমন কেন! জানেন এই রহস্যের কথা
কী ভাবে বদলানো যাবে ইনস্টাগ্রাম মেসেঞ্জারের থিম কালার (How to change theme of your Instagram chat)?
১. Android বা iOS ফোন থেকে Instagram app-এ যেতে হবে।
২. মূল স্ক্রিনের একেবারে ডান কোণে মেসেঞ্জার আইকন পাওয়া যাবে।
৩. কোনও বিশেষ চ্যাটের থিম পরিবর্তন করতে চাইলে তা করা যাবে।
৪. চ্যাট সেটিংস-এ যেতে হবে
৫. থিম অপশন পাওয়া যাবে।
৬. সেখানে ১৫টি থিম আছে, সঙ্গে আছে চ্যাট ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তনের জন্য ২১টি অপশন।
৭. পছন্দ অনুযায়ী রং বেছে নেওয়ার যাবে।
আরও পড়ুন - ডেটা রিচার্জ শেষ? হাতে টাকা নেই? Jio দেবে ফ্রি-তে ইন্টারনেট! কীভাবে জেনে নিন
এ সব থিম আপডেট করা হচ্ছে। Instagram তার সমস্ত বৈশিষ্ট্যই নিরন্তর আপডেট করে চলেছে। খুব সম্প্রতি অ্যাপটির ‘ডেইলি লিমিট’ ফিচার আপডেট করা হয়েছে। ক্রমশ বাড়ছে Instagram-এর চাহিদা। বিশেষত Reel চালু হওয়ার পর থেকেই ইনস্টাগ্রামের জনপ্রিয়তা হু হু করে বেড়েছে। সংস্থার তরফে দাবি করা হয়েছে মাসে প্রায় এক বিলিয়ন গ্রাহক সক্রিয় ভাবে ব্যবহার করছেন অ্যাপটি।