TRENDING:

Happy Valentine's Day 2022! ভালবাসায় পদক্ষেপ করতে সাহস জোগাবে গুগল ডুডল লাভ গেম

Last Updated:

Valentine’s Day 2022 Google Doodle: আজ বারে বারেই ভেসে উঠছে এক অভিনব অ্যানিমেটেড গুগল ডুডল (Google Doodle)!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Happy Valentine's Day 2022: সাহস করে পদক্ষেপ করলে তবেই না কি ভালবাসা (Valentine's Day 2022) সার্থক হয়! সন্দেহ নেই, বহু ব্যবহারে কথাটা বেশ জীর্ণ হয়ে এসেছে এত দিনে। তবে, আদতে তা ওই ভালবাসারই মতো- চিরনবীন, চিরপুরাতন। মজার ব্যাপার এই যে সেই আমেজ পুরোদস্তুর ফিরে এল আজ ভালবাসা উদযাপনের দিনে গুগলের (Google) হাত ধরে।
advertisement

সারা বছর ধরে হরেক উপলক্ষ্যে একের পর এক ডুডল (Doodle) বানিয়ে আমাদের চমক দিতে ভোলে না বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন। আজ ১৪ ফেব্রুয়ারি, তারিখ মেনে ভালবাসা উদযাপনের বিশ্বব্যাপী মুহূর্ত ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day 2022) উপলক্ষ্যেও সংস্থা পিছ-পা হল না। নয়া উইন্ডো খুলতে যাওয়া হোক বা স্রেফ নিজের গুগল ক্রোম (Google Chrome) ব্রাউজারে ক্লিক- আজ বারে বারেই ভেসে উঠছে এক অভিনব অ্যানিমেটেড গুগল ডুডল (Google Doodle)!

advertisement

আরও পড়ুন - খুব তাড়াতাড়ি McDonald’s খুলতে চলেছে মেটাভার্স রেস্তোরাঁ, কেমন হতে চলেছে সেটি?

অভিনব এই কারণে যে নিজেদের ডুডলের (Valentine’s Day 2022 Google Doodle) মজা অনেক দিন হয়ে গেল স্রেফ আঁকিবুকিতে আর আটকে রাখতে চায় না গুগল। বেশ অনেক দিন ধরেই আমরা দেখে চলেছি যে জুতসই মুহূর্তে স্রেফ একটা ছবি না করে ডুডলকে অনলাইন গেমে বদলে দেয় গুগল, ভ্যালেন্টাইনস ডে-তেও তার ব্যত্যয় হল না।

advertisement

আর এই গেমের মধ্যেই লুকিয়ে আছে ভালবাসা আর তা সার্থক করে তুলতে পদক্ষেপের কথা। গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করলে বা নতুন উইন্ডো খুললে যে ডুডল (Valentine’s Day 2022 Google Doodle) আমাদের চোখে পড়ছে, তার ব্যাকগ্রাউন্ড ঘন নীলে মোড়া, আর, সেই রাতের আকাশে তারার মতো ছড়িয়ে রয়েছে অজস্র হৃদয়। দেখা যাচ্ছে দুই হ্যামস্টারের ভালবাসার বাড়ি।

advertisement

আরও পড়ুন - Sennheiser-এর হেডফোন একটি কিনলে আরেকটি মিলবে বিনামূল্যে, এক নজরে দেখে নিন সেই অফার!

যে ভাবে ভালবাসার নানা অনুষঙ্গ পেরিয়ে অবশেষে ভ্যালেন্টাইনস ডে আসে, ডুডলে ক্লিক করলে দেখা যাচ্ছে, সেই ভাবেই হ্যামস্টারের একজন অন্যকে ভালবাসা জানিয়েছে গোলাপ দিয়ে। তাদের বাড়ির চিমনি দিয়েও ধোঁয়ার বদলে বেরিয়ে আসছে ভালবাসা। কিন্তু আচমকা তারা আলাদা হয়ে যায় একে অপরের কাছ থেকে।

advertisement

এবারেই পদক্ষেপের পালা! শুরু হচ্ছে গুগলের ভ্যালেন্টাইনস ডে স্পেশ্যাল লাভ গেম (Valentine’s Day 2022 Google Doodle)। দেখা যাবে ডুডলের নিচে তিনটে বাটন, সেগুলো ঠিকঠাক ভাবে ব্যবহার করে আবার হ্যামস্টারদের নিয়ে আসতে হবে একে অপরের কাছাকাছি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে, এ নিছকই খেলা নয়! মাত্র ৩০ সেকেন্ডে হ্যামস্টারদের কাছাকাছি নিয়ে আসতে পারলে নিজের ভালবাসার উপরেও যে কিছুটা আত্মবিশ্বাস জন্মায়, তা কী আর বলে দিতে হয়!

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Happy Valentine's Day 2022! ভালবাসায় পদক্ষেপ করতে সাহস জোগাবে গুগল ডুডল লাভ গেম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল