২০২০-র শুরুতে যখন এই সতর্কবাণী ফোন কলের (Covid 19 Caller Tune) সময় শোনা যেত, তাতে কণ্ঠ দিয়েছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন। যদিও ২০২১-এ এসে একজন মহিলার কণ্ঠস্বরে এই সতর্কবাণী শোনা যেত। গত দু’বছরেরও বেশি সময় ধরে চলছে করোনা (Covid19) পরিস্থিতি। করোনাভাইরাসের (Coronavirus) প্রকোপ শুরু হওয়ার পর থেকে সাধারণ মানুষকে এই রোগ সম্পর্কে সচেতন করার জন্য ফোন করার সময় কোভিড সম্পর্কে সচেতনতা জারি করতে একটি সতর্কবাণী শোনা যেত। এমনকী কলার টিউন হিসেবেও সেট করে দেওয়া হয়েছিল কোভিড সচেতনতার এই সতর্কবাণী। সংবাদ সংস্থা এএনআই (ANI) সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি সরকার জানিয়ে দিয়েছে যে, এ বার এই করোনা সম্পর্কিত সচেতনতার সতর্কবাণী বন্ধ হতে চলেছে।
advertisement
আরও পড়ুন - এসির খোঁজ করছেন ? এক নজরে দেখে নিন ভারতের সেরা ৮টি এয়ার কন্ডিশনারের তালিকা
আরও পড়ুন - বিনা খরচে বাড়িতে ইন্টারনেটের স্পিড বাড়াতে চান ? দেখে নিন সহজ উপায়
ঠিক কবে থেকে ফোন করার সময় করোনা সংক্রান্ত সচেতনতার সতর্কবাণী আর শোনা যাবে না (COVID-19 caller tune to stop), সেই দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে, সরকারের পক্ষ থেকে জানান হয়েছে যে, নতুন বছরে নতুন আশা দেখা যাচ্ছে। কোভিডের টিকাতে (Coronavirus Vaccine) সংক্রমণের হার অনেক কমেছে। তাই খুব তাড়াতাড়ি মারণরোগ সংক্রান্ত এই সতর্কবাণী বন্ধ করে দেওয়া হবে। যদিও সাম্প্রতিককালে ফোন করার সময় যে সতর্কবাণী শোনা যেত, তাতেও এসেছিল বদল। এখন কোভিড সংক্রান্ত (Coronavirus Graph) সচেতনতার থেকেও জোর দেওয়া হয়েছিল টিকাকরণের সংখ্যা জানানোর দিকে। এর ফলে সাধারণ মানুষ বুঝতে পারতেন যে, দেশে ঠিক কত সংখ্যক মানুষ ইতিমধ্যেই কোভিডের টিকা নিয়েছেন এবং তাঁদেরও শীঘ্রই টিকাকরণ করানোর প্রয়োজন রয়েছে। খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে ভারত সরকারের সেই সতর্কবাণী।