TRENDING:

নতুন অবতারে ফিরছে Google Wallet, গুগলের ডিজাইন বদলে মিলেছে তেমনই ইঙ্গিত

Last Updated:

এ বার এক সঙ্গে কাজ করতে পারে Google Pay এবং Google Wallet

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফিরে আসতে চলেছে Google Wallet, অন্তত তেমনই ইঙ্গিত মিলেছে। জানা গিয়েছে শীঘ্রই প্রত্যাবর্তন করতে চলেছে গুগল ওয়ালেট এবং আরও বেশি সুবিধা দিতে প্রস্তুত হচ্ছে সংস্থা। সূত্রের খবর এ বার এক সঙ্গে কাজ করতে পারে Google Pay এবং Google Wallet। যাতে গ্রাহক একই সঙ্গে পেতে পারেন ডিজিটাল কার্ড এবং পেমেন্ট অ্যাক্টিভিটি। অর্থাৎ, বোঝাই যাচ্ছে গুগল পে-র সঙ্গে মিশে গিয়ে এটি শুধু মাত্র লেনদেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
advertisement

আদতে Google Pay হল একটি পেমেন্ট অ্যাপ। আর সে ক্ষেত্রেই নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে Google Wallet-এর প্রত্যাবর্তনে। মনে করা হচ্ছে, এই নতুন ব্যবস্থায় গ্রাহক তার সমস্ত পেমেন্ট কার্ড ডিজিটালি সংরক্ষণ করে রাখতে পারবেন। যার অর্থ, Google Wallet একটি ডিজিটাল পেমেন্ট হাব হয়ে উঠতে চলেছে।

সম্প্রতি দেখা গিয়েছে যে, Google তার ওয়ালেট অ্যাপের ইন্টারফেস বদলাতে শুরু করেছে। শুধু তাই নয়, এর লোগোতেও বদল আসছে। ওয়ালেটের নতুন চেহারা আসলে ইঙ্গিত দিচ্ছে যে বড় কোনও পরিকল্পনা রয়েছে সংস্থার। মনে করা হচ্ছে, Google Pay-র চাপ কিছুটা কমাতে চাইছে Google Wallet। ওয়ালেট অ্যাপে গ্রাহকের কার্ড সংরক্ষণ করে রাখার পদ্ধতি রেখে আসলে গুগল দু’টি প্লাটফর্ম তৈরি করে ফেলতে চাইছে। Wallet অ্যাপ কাজ করা শুরু করে দিলে Google-এর একটি অ্যাপ থাকবে কন্ট্যাক্টলেস পেমেন্ট (contactless payment)-এর জন্য। অন্যদিকে আর একটি থাকবে গ্রাহকের ডিজিটাল কার্ড ব্যবস্থাপনের জন্য। শুধু তাই নয়, Wallet অ্যাপটিতে থাকবে বিশেষ লয়ালটি পয়েন্টের (loyalty points) ব্যবস্থা। আসলে Google Wallet-এর অংশীদার সংস্থাগুলি থেকে কেনাকাটা করলে দেওয়া হবে বিশেষ ছাড়।

advertisement

আরও পড়ুন - এই গ্রীষ্মে গরম হয়ে যাচ্ছে সাধের স্মার্টফোন? দেখে নিন গরম থেকে ফোন বাঁচানোর ৫টি উপায়

আরও পড়ুন -খুব অল্পতেই অত্যন্ত ঠান্ডা, সামান্য বিদ্যুতের বিল? স্টাইলিশ লুক, এক এসিতে হাজার কামাল, কেনার আগে জেনে নিন

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

এমনকী এর মাধ্যমে গ্রাহক বাস বা ট্রেনের টিকিটও কাটতে পারবেন। Android এবং iOS— সারা বিশ্বে এই ক্ষেত্রেই ব্যবহার করা যাবে নতুন ওয়ালেট। দুই আগামী মে মাসেই অনুষ্ঠিত হতে চলেছে ২০২২ সালের Google I/O, সম্ভবত সেখানেই এই বিশেষ পরিষেবার প্রাথমিক ঘোষণা হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মনে করা হচ্ছে ওই অনুষ্ঠানেই গুগল তার দু’টি পেমেন্ট প্লাটফর্মের প্রয়োজনীয়তার কথা ঘোষণা করবে। Wallet app-র নতুন অবতার ঠিক কবে বাজারে অবতীর্ণ হবে, তার ঘোষণাও করা হতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
নতুন অবতারে ফিরছে Google Wallet, গুগলের ডিজাইন বদলে মিলেছে তেমনই ইঙ্গিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল