প্রযুক্তির এই ক্রমবর্ধমান যুগে কোথাও যেতে হলে এখন আর কাউকে ঠিকানা জিজ্ঞেস করতে হয় না। পকেটে রাখা মোবাইল ফোন আর গুগল ম্যাপের কল্যাণে সেটা কোনও অসুবিধাই না। কোনও স্থান ম্যাপে ঠিক করে দিলে, কারও সাহায্য ছাড়াই গন্তব্যস্থানে পৌঁছানো যায়। কিন্তু খুব কম লোকই জানেন যে গুগল ম্যাপ শুধু ঠিকানা খোঁজার কাজই করে না, এটা দুর্ঘটনা বা ট্রাফিক চালান থেকে বাঁচাতে পারে। এর জন্য শুধু স্মার্টফোনে গুগল ম্যাপে একটি টুল সক্রিয় করতে হবে। এই অসাধারণ টুলটির নাম Speed Limit Warning।
advertisement
আরও পড়ুন - পুজো থেকে দিওয়ালি, কেনাকাটার সব চাহিদা মেটাবে Xiaomi সেল! স্মার্টফোন, টিভি, ল্যাপটপ কেনার এটাই মরশুম
এর সাহায্যে শুধু মাত্রাতিরিক্ত গতির সতর্কতাই পাওয়া যায় না, দুর্ঘটনাও এড়ানো যায়। দেখা যাক, গুগল ম্যাপ কীভাবে এটা করে আর কীভাবে কাজ করে এই টুল :
স্পিড লিমিট ওয়ার্নিং সক্রিয় করার জন্য:
গুগল ম্যাপের এই টুলটিকে অ্যাকটিভ করতে প্রথমে গুগল ম্যাপ অ্যাপটি ইনস্টল করতে হবে ।
এরপর অ্যাপটি ওপেন করার পর ডান পাশে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে।
এবার সেটিংস অপশন-এ গিয়ে নেভিগেশন সেটিংসে যেতে হবে।
এখানেই স্পিড লিমিট সেটিং অপশন সিলেক্ট করতে হবে।
স্ক্রিনের একদম নিচে এবার যে তালিকা দেখা যাবে সেখানে ড্রাইভিংয়ের অপশন নির্বাচন করতে হবে।
এখানে স্পিড লিমিট এবং স্পিডোমিটার অপশন ট্যাপ করে দিলেই, গুগল ম্যাপের এই টুলটি স্মার্টফোনে সক্রিয় হয়ে যাবে আর গতিসীমা সম্পর্কে প্রতিটি তথ্য পাওয়া যাবে হাতের মুঠোয়।
আরও পড়ুন - Samsung-এর বিগ টিভি ফেস্টিভ্যাল সেল, টিভি কিনলে স্মার্টফোন ফ্রি! এই অফারটি হাতছাড়া করবেন না
স্পিড লিমিট ওয়ার্নিং টুলের সুবিধা
যে কোনও রাস্তায় প্রায়ই একটি গতির সীমা থাকে। সেই সীমা অতিক্রম করলে যেমন দুর্ঘটনা ঘটতে পারে, তেমনই কাটা যেতে পারে ট্রাফিক চালান। কিন্তু এবার গুগল ম্যাপের স্পিড লিমিট ওয়ার্নিং টুল নির্দিষ্ট গতিসীমার বাইরে গেলেই সতর্ক করে দেবে।