ওয়েবসাইটটির তরফে জানানো হয়েছে, Google Search-এ ৪০ হাজার বা তারও বেশি সমস্যা দেখা গিয়েছে। এ দিন সকাল থেকে যখনই কেউ কোনও অনুসন্ধান করতে চেষ্টা করেছেন তখনই Google সার্ভারগুলি 502 ত্রুটি দেখিয়েছে। পাশাপাশি একটি বার্তায় জানান হয়েছে ‘502 একটি ত্রুটি। সার্ভারটি একটি অস্থায়ী ত্রুটির সম্মুখীন হয়েছে এবং আপনার অনুরোধটি সম্পূর্ণ করতে পারেনি। অনুগ্রহ করে 30 সেকেন্ডের মধ্যে আবার চেষ্টা করুন।’
advertisement
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
অন্য একটি বার্তায় আবার বলা হয়েছে, ‘আমরা দুঃখিত কিন্তু মনে হচ্ছে আপনার অনুরোধ প্রক্রিয়া করার সময় অভ্যন্তরীণ সার্ভারে ত্রুটি হয়েছে। আমাদের প্রকৌশলীদেরকে অবহিত করা হয়েছে এবং সমস্যা সমাধানের জন্য কাজ করা হচ্ছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।’
Google Trends পরিষেবাটিও সাময়িক ভাবে কাজ করছিল না। যদিও লিঙ্কটি খুলছিল। কিন্তু যে উইন্ডো (Window) ট্রেন্ডগুলি দেখায় সেটি খালি ছিল। তবে রিয়েল-টাইম ট্রেন্ড (Real Time Trends) সঠিক ভাবেই কাজ করছিল বলে জানা গিয়েছে। কয়েক মিনিট পরে পরিষেবা ফের চালু করে দিতে পেরেছে Google।
যদিও ততক্ষণে হই-হই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারত-সহ সারা বিশ্বের অসংখ্যক মানুষ ট্যুইটারে (Twitter) লিখতে শুরু করেছেন ‘Google ঠিকভাবে কাজ করছে না’।
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
@RyanBakerSLO নামে এক ব্যবহারকারী ট্যুইটারে লিখেন, ‘প্রথমবার Google Search ইঞ্জিনে গোলমাল দেখলাম। একেবারেই কাজ করছে না। এটা এমনই বিরল ঘটনা যে আমি প্রথমে ট্যুইটারে এসে দেখতে যাচ্ছিলাম ওয়েবে বড় কিছু হচ্ছে কিনা। ভেবেছিলাম কোনও ষড়যন্ত্র!’ ওই ব্যক্তি #google #error হ্যাশট্যাগও দিয়েছেন।
@CryptoWhale নামে আর একটি নির্ভরযোগ্য ট্যুইটার হ্যান্ডেল বলেছে, Google Search বিভ্রাট লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করেছে। @ SAldawiri নামে এক ব্যবহারকারী আবার এক ধাপ এগিয়ে লিখেছেন, "অদ্ভুত অভিজ্ঞতা... Google বন্ধ হয়ে গেছে... তবে কি সর্বনাশের সেই দিন এসে পড়ল। আমরা Google করতে পারছি না কেন, তা এখন বলতে পারে Bing এবং Yahoo।’