সূর্যের ফুলকি কী এবং কীভাবে তা টেকনোলজির উপরে নিজের প্রভাব ফেলতে পারে?
সূর্য থেকে নির্গত এই ধরনের আগুনের ফুলকি সাধারণত হল সূর্যের সারফেস থেকে নির্গত তাপ, আলো এবং ম্যাসিভ রেডিয়েশন। সূর্যের থেকে নির্গত এই ধরনের আগুনের ফুলকি তাপ, আলো এবং ম্যাসিভ রেডিয়েশনের মিশ্র প্রভাবের ফলে তৈরি করে বিদ্যুৎ। সূর্যের থেকে প্রতিনিয়ত নির্গত হয়ে চলেছে এই ধরনের আগুনের ফুলকি। সুতরাং কম পরিমানে এই আগুনের ফুলকি পৃথিবীতে আছড়ে পরলে খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। পৃথিবীর চারপাশে এমন আগুনের ফুলকি ঘুরে বেড়াচ্ছে যা সূর্যের থেকে নির্গত হয়েছে। কিন্তু খুব বেশি পরিমাণে এই আগুনের ফুলকি পৃথিবীতে আছড়ে পরলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব সবথেকে বেশি পরবে ইলেকট্রনিক ডিভাইসের উপরে। বিশেষ করে মোবাইল এবং ইন্টারনেটের উপরে।
advertisement
আরও পড়ুন - সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন
আরও পড়ুন - ভুলেও এই মেসেজে ক্লিক করবেন না! অনলাইন শপিংয়েও সাবধান! খালি হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা!
বিজ্ঞানীরা জানিয়েছেন যে, সূর্যের থেকে যখন এই ধরনের আগুনের ফুলকি নির্গত হয় তখন তা পৃথিবীর বুকে আছড়ে পড়তে অনেক সময় লাগে। এর ফলে বিশাল পরিমাণে আগুনের ফুলকি সূর্যের থেকে নির্গত হয়ে পৃথিবীর বুকে আছড়ে পরার আগে অনেকটাই সময় পাওয়া যাবে। সেই সময়ের মধ্যে নিজেদের বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত করা যাবে। এই ধরনের ঘটনা হলে সবার আগে প্রভাবিত হবে বিভিন্ন ধরনের পাওয়ার লাইনের। সেগুলো ওভারলোড হওয়ার সম্ভাবনা রয়েছে।
