অ্যাপল এয়ারপডের ক্ষেত্রে নিয়ে আসতে চলেছে বিভিন্ন ধরনের নতুন ফিচার। মূলত ইউজারদের সুরক্ষার জন্যই নিয়ে আসা হতে চলেছে নতুন ফিচার। এর মাধ্যমে ইউজারদের আগে থেকেই সতর্ক করে দেওয়া হবে বিভিন্ন ধরনের ক্ষতি থেকে। ইয়ারবাড, হেডফোন এবং ফোনের গ্লাসে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। নতুন এই ফিচারে ইউজারদের আগে থেকেই সতর্ক করে দেওয়া হবে এই ধরনের সমস্যা এবং তার হাত থেকে থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে।
advertisement
আরও পড়ুন - সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন
আরও পড়ুন - ভুলেও এই মেসেজে ক্লিক করবেন না! অনলাইন শপিংয়েও সাবধান! খালি হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা!
ইতিমধ্যেই অ্যাপল আইফোন (iPhone) এবং ওয়াচে ব্যবহার করেছে জিপিএস ডেটা। এই জিপিএস ডেটা সেন্সর এয়ারপডেও রয়েছে। যা লোকেশন চেক করতে এবং গতি মাপতে সাহায্য করে। এই ডেটা সুরক্ষার কাজে ব্যবহার করা সম্ভব। এর মাধ্যমে জনবহুল এলাকায় এয়ারপড পড়া থাকলেও ইউজারদের অসুবিধা হবে না। কারণ সেই সময় নিজে থেকেই এয়ারপডের আওয়াজ কম হয়ে যাবে অন্যান্য আওয়াজ শোনার জন্য। এর ফলে ইউজাররা সুরক্ষিত থাকবে, তাদের কোনও দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। একই ভাবে কেউ যখন কোনও ব্যস্ত রাস্তায় এয়ারপড পড়ে যাতায়াত করবে তখনও সেই রাস্তার আওয়াজের সঙ্গে সামঞ্জস্য রেখে এয়ারপডের আওয়াজ অ্যাডজাস্ট হয়ে যাবে। এর ফলে গাড়ির হর্ন শুনতে ইউজারদের কোনও অসুবিধা হবে না।
বর্তমানে কানে হেডফোন দিয়ে রাস্তার চলার ফলে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। কানে হেডফোন দিয়ে রাস্তায় চলার ফলে গাড়ির আওয়াজ এবং অন্যান্য দিকে নজর থাকে না। এর ফলে খুব সহজেই ঘটে যায় মারাত্মক ধরনের দুর্ঘটনা। এই ধরনের দুর্ঘটনা থেকে ইউজারদের বাঁচানোর জন্যই অ্যাপল তাদের এয়ারপডে ব্যবহার করতে চলেছে নতুন ফিচার। এর মাধ্যমে সাইকেল, গাড়ি এবং বাইক চালানোর সময় রাস্তার দিকে ফোকাস রাখা সম্ভব হবে।
