অল্টো কে ১০ -
মারুতি সুজুকি তাদের ফ্ল্যাগশিপ মডেল অল্টো কে ১০ গাড়িতে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। এই গাড়ির উপরে সংস্থার তরফে ৩৯,০০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ২০,০০০ টাকার ক্যাশ ছাড় এবং ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। এ ছাড়াও এই গাড়ির উপরে পাওয়া যাচ্ছে ৪,০০০ টাকার কর্পোরেট ছাড়।
ওয়াগনর -
advertisement
এক সময় ভারতের সব থেকে বেশি বিক্রি হওয়া গাড়ি ছিল মারুতির ওয়াগনর। এই গাড়িটি এ দেশে এখনও খুবই জনপ্রিয়। মারুতি সুজুকি দীপাবলি উৎসবের কথা মাথায় রেখে তাদের এই ওয়াগনর গাড়ির ম্যানুয়াল এবং অটো ট্রান্সমিশন—দুই ভ্যারিয়েন্ট মডেলেই ৩১,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। এ ছাড়াও এই গাড়ির উপর দেওয়া হচ্ছে ৫,০০০ টাকার কর্পোরেট ছাড়। এই গাড়ির সিএনজি ভ্যারিয়েন্ট মডেলের ওপর পাওয়া যাচ্ছে ৩৫,০০০ টাকার ছাড়।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
সেলেরিও -
মারুতি সুজুকি সেলেরিও গাড়ির ওপর পাওয়া যাচ্ছে ৩৯,০০০ টাকার ছাড়। মারুতি সুজুকি সংস্থার তরফে এই গাড়ির উপরে দেওয়া হচ্ছে ২০,০০০ টাকার ক্যাশ ছাড়, ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৪,০০০ টাকার কর্পোরেট ছাড়। এ ছাড়াও এই গাড়ির বি, জেড এবং জেড প্লাস ম্যানুয়াল ট্রান্সমিশন ভ্যারিয়েন্ট মডেলের উপর মারুতি সুজুকি সংস্থার তরফে দেওয়া হচ্ছে ৫৪,০০০ টাকা পর্যন্ত ছাড়।
টিয়াগো -
টাটা সংস্থা সম্প্রতি তাদের টিয়াগো গাড়ির ইলেকট্রিক ভার্সন লঞ্চ করেছে। যা ইতিমধ্যেই খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। তাই দীপাবলীর কথা মাথায় রেখে টাটা সংস্থার তরফে বর্তমানে এই গাড়ির যে সকল ভ্যারিয়েন্ট মজুত রয়েছে, তার ওপরে দেওয়া হচ্ছে আকর্ষণীয় অফার। এই গাড়ির ওপর দেওয়া হচ্ছে ২৩,০০০ টাকার ছাড়। এই গাড়ির এক্সই, এক্সএম এবং এক্সটি ভ্যারিয়েন্ট মডেলের উপর দেওয়া হচ্ছে ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস, ৩,০০০ টাকার কর্পোরেট ছাড় এবং ১৩,০০০ টাকার ক্যাশ ছাড়। অন্যদিকে এই গাড়ির এক্সজেড প্লাস ভ্যারিয়েন্ট মডেলের উপর দেওয়া হচ্ছে ১০,০০০ টাকার ক্যাশ ছাড়, ১০,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস এবং ৩,০০০ টাকার কর্পোরেট ছাড়।
কুইড -
রেনোর কুইড গাড়ি যুব সম্প্রদায়ের কাছে খুবই জনপ্রিয়। দীপাবলীর জন্য এই গাড়ির ওপরেও পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়। এই গাড়ির ওপর পাওয়া যাচ্ছে ৩৫,০০০ টাকা পর্যন্ত ছাড়। এই গাড়ি কিনলে ১০,০০০ টাকার ক্যাশ ছাড় এবং ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে। এই গাড়ির কয়েকটি ভ্যারিয়েন্টের ওপর ১০,০০০ টাকার কর্পোরেট ছাড় দেওয়া হচ্ছে।