ডেলের ল্যাপটপে পাওয়া যাচ্ছে ৩০ শতাংশ ছাড়
Dell Inspiron Core
ডেলের এই ল্যাপটপে রয়েছে ১১ জেনারেশন কোর আই৩ (11th Gen Core i3), ৮ জিবি (GB) র্যাম (RAM), ১ টিবি (TB) এইচডিডি (HDD), ইনটেল ইন্টাগ্রেটেড ইউএইচডি (UHD), ১৫.৬ ইঞ্চির স্ক্রিন।
Dell Inspiron
ডেলের এই ল্যাপটপে রয়েছে ১১ জেনারেশন কোর আই৫ (11th Gen Core i5), ১৬ জিবি র্যাম, ৫১২ জিবি এসএসডি (SSD), আইরিস এক্সই জিপিইউ (Iris Xe GPU), ১৪ ইঞ্চির স্ক্রিন। এর দাম প্রায় ৬৯,৮৯০ টাকা।
advertisement
Dell Inspiron Core 2-in-1
ডেলের এই ল্যাপটপে রয়েছে ১১ জেনারেশন কোর আই৫, ৮ জিবি র্যাম, ৫১২ জিবি এসএসডি, আইরিস এক্সই জিপিইউ, ১৪ ইঞ্চির স্ক্রিন এবং পেন। এর দাম প্রায় ৭৮,২৯০ টাকা।
আরও পড়ুন - ২০২২ সালের শেষেই Meta নিয়ে আসছে বিশ্বের দ্রুততম এআই Super Computer
আরও পড়ুন - দুর্দান্ত 5x পেরিস্কোপ জুম-সহ লঞ্চ হতে পারে iPhone 15 Pro, জেনে নিন বিশদে
ইয়ার বাডের ওপরে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড় -
- Realme Buds Air 2 অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেসন যুক্ত পাওয়া যাচ্ছে ২,৯৯৯ টাকায়।
- OnePlus Buds Z2 অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেসন যুক্ত পাওয়া যাচ্ছে ৪,৯৯৯ টাকায়।
- Nothing Ear 1 পাওয়া যাচ্ছে ৫,4৯৯ টাকায়।
- Apple AirPods পাওয়া যাচ্ছে ১১,৪৯৯ টাকায়।
- Apple AirPods Pro ম্যাগসেফ চার্জ কেস যুক্ত পাওয়া যাচ্ছে ১৮,৯৯৯ টাকায়।
১০,০০০ টাকার নিচে ক্যামেরা-
- Fujifilm Instax Mini 9 ইনস্ট্যান্ট ক্যামেরা পাওয়া যাচ্ছে মাত্র ৩,৯৯৯ টাকায়।
- D68AV 4K রেকর্ডিং যুক্ত ক্যামেরা পাওয়া যাচ্ছে মাত্র ৬,৯৯৯ টাকায়।
- Fitspark Eagle i Max স্পোর্টস এবং অ্যাকশন 4K রেকর্ডিং যুক্ত ক্যামেরা পাওয়া যাচ্ছে মাত্র ৮,৯৯৯ টাকায়।
ট্যাবলেটের ওপরে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়-
Samsung Galaxy Tab A7
এই ট্যাবে রয়েছে ৩ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ, ১০.৪ ইঞ্চির স্ক্রিন। এর দাম প্রায় ১৬,৪৯৯ টাকা।
Realme Pad
এই ট্যাবে রয়েছে ৪ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ, ১০.৪ ইঞ্চির স্ক্রিন। এর দাম প্রায় ১৭,৯৯৯ টাকা।
Lenovo M10 FHD Plus
এই ট্যাবে রয়েছে ৪ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ, ১০.৩ ইঞ্চির স্ক্রিন, পেন। এর দাম প্রায় ২১,৯৯৯ টাকা।