TRENDING:

Flipkart Saving Days সেল: স্মার্টফোন, ল্যাপটপ থেকে জামা-জুতো লুটে নেওয়ার সুযোগ

Last Updated:

Flipkart Saving Days: ১২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত চলবে এই ই-কমার্স সংস্থার বিশেষ ছাড়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Flipkart Saving Days: বসন্ত জাগ্রত দ্বারে, আর বিশাল ছাড়ের অফার নিয়ে ফের এসে গিয়েছে Fipkart। প্রতি বছরই দোলের সময় ই-কমার্স জায়ান্ট Flipkart নিয়ে আসে তার Big Saving Days সেল।
advertisement

এ বছর এই সেভিংসের দিনগুলি কবে? সম্প্রতি ঘোষণা হয়েছে আগামী ১২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত চলবে এই ই-কমার্স সংস্থার বিশেষ ছাড়।

স্মার্টফোন থেকে ল্যাপটপ, নানা ধরনের বৈদ্যতীন সরঞ্জাম-সহ নানা ধরনের জিনিসেই ক্রেতারা বড় ধরনের ছাড় পেতে পারেন এই সময়ের মধ্যে কেনাকাটা করলে। কেমন ছাড়ের সুযোগ পেতে চলেছেন ক্রেতা, দেখে নেওয়া যাক এক নজরে।

advertisement

স্মার্টফোন —

১২ মার্চ থেকে ১৬ মার্চ Flipkart Big Saving Days সেল চলাকালীন ক্রেতারা Realme, Oppo, Samsung, Apple-সহ আরও নানা সংস্থার স্মার্টফোন কিনতে পারবেন কিছুটা কম দামে। ফ্লিপকার্ট এখন পর্যন্ত কোনও ‘ডিল’ ঘোষণা করেনি। তবে টিজার বলছে খুব শীঘ্রই সংস্থা তা প্রকাশ করতে চলেছে।

আরও পড়ুন - মার্চেই বাজারে আসতে চলেছে Samsung-এর নতুন গ্যালাক্সি A সিরিজ ফোন

advertisement

ল্যাপটপ এবং বৈদ্যুতীন সরঞ্জাম —

বৈদ্যুতীন সরঞ্জামের ক্ষেত্রে Flipkart নানা ধরনের ছাড়ের ঘোষণা করে ফেলেছে। যেমন, স্মার্টওয়াচ-এ থাকছে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়, ট্রিমার এবং শেভার-এ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় এমনকী ল্যাপটপে থাকছে প্রায় ৪০ শতাংশ পর্যন্ত ছাড়। OnePlus, Boat, JBL, Realme এবং আরও নানা ব্র্যান্ডের পোর্টেবল স্পিকার এবং হেডফোনে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

advertisement

আরও পড়ুন - অ্যান্ড্রয়েড ও আইফোনে কী ভাবে বদলাবেন ডিফল্ট ওয়েব ব্রাউজার, রইল টিপস

অন্যান্য বিভাগ

হোলি উপলক্ষে ক্রেতার চাহিদা পূরণ করতে জামাকাপড়ের উপরও ছাড় ঘোষণা করেছে ফ্লিপকার্ট। এ ক্ষেত্রে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে জামাকাপড়ও কেনার সুযোগও থাকছে ১২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত। ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলের সময় ঘর ও রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসগুলির দাম ৯৯ টাকা থেকে শুরু হচ্ছে বলে জানা গিয়েছে৷ এ ছাড়াও নানা ছাড় থাকবে বলে জানান হয়েছে। একই ভাবে ছাড়ের সুযোগ পাওয়া যাবে আসবাবপত্র, জিম অ্যাকসেসারিজ ও নিউট্রিশন-গ্রসারি-র মতো জিনিসেও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Flipkart ঘোষণা করেছে যে, তারা প্রতিদিন রাত ১২টা, সকাল ৮টা এবং বিকেল ৪টের সময় নতুন ‘ডিল’ ঘোষণা করবে। সংস্থার তরফে একটি বিশেষ Rush Hour Early Bird Special deal-ও ঘোষণা করা হয়েছে। এই অফার পাওয়া যাবে ১২ মার্চ ভারতীয় সময় ভোররাত ২ টোর সময় (IST 2am)। এই অফারের আওতায় আছে আসবাবপত্র, জুতো, পোশাক, রান্নাঘর এবং বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র ইত্যাদি।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Flipkart Saving Days সেল: স্মার্টফোন, ল্যাপটপ থেকে জামা-জুতো লুটে নেওয়ার সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল