কিন্তু এই ধরনের ফোনে কত টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে, সেই বিষয়ে এখনও সঠিক ভাবে কিছু জানা যায়নি।
মনে করা হচ্ছে Flipkart-এর Big Billion Days সেলে ব্যাঙ্কের কার্ডের ওপরেও পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়। যে সকল গ্রাহকের কাছে ICICI ব্যাঙ্ক এবং Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড রয়েছে তাঁরা যে কোনও কেনাকাটার ওপর প্রায় ১০% ছাড় পাতে পারেন, এমনটাই মনে করা হচ্ছে। এ ছাড়াও Flipkart-এর এই Big Billion Days সেলে গ্রাহকরা নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফারের মতো সুবিধাও পেতে পারেন।
advertisement
আপগ্রেড সেলে Electronic and Accessories বিভাগে গ্রাহকেরা প্রায় ৮০ শতাংশ ছাড়ের সুবিধা পেতে পারেন। এই সেলে গেমিং ল্যাপটপের ওপর ৪০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। একই সঙ্গে এই প্রিন্টার, মনিটরের মতো পণ্যের উপরেও ৮০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। জনপ্রিয় ট্রিমারের ওপর ৭৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ফোন কেস এবং স্ক্রিন গার্ড পাওয়া যাচ্ছে ৯৯ টাকা থেকে।
জানা গিয়েছে, এই সেলে টিভি এবং বিভিন্ন ধরনের বৈদ্যুতীন পণ্যের দাম শুরু হচ্ছে ১৯৯ টাকা থেকে। এই দামে গ্রাহকরা পাখা, গিজারের মত পণ্য কিনতে পারবেন। এ ছাড়াও এয়ার কন্ডিশনের উপরে দেওয়া হচ্ছে ধামাকা অফার। গ্রাহকরা এই সেলে এয়ার কন্ডিশনার পেয়ে যাবে প্রায় ৫৫ শতাংশ ছাড়ে। এ ছাড়াও টপ ব্র্যান্ডের টিভি পাওয়া যাচ্ছে ৮,৯৯৯ টাকা থেকে।