এক্ষেত্রে অনেক তথ্য কিবোর্ডে দেওয়া থাকে। কিন্তু এমন অনেক ফাংশন রয়েছে যা অনেকেরই অজানা। যেমন- এফ১ থেকে এফ১২ পর্যন্ত ফাংশন কি, যা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। এক নজরে দেখে নেওয়া যাক কোন কি ব্যবহার করে, কোন কাজ করা যায়।
f1 - ল্যাপটপ অন করার পর এই এফ১ বাটন ক্লিক করলে সিস্টেম সেটআপে পৌঁছে যাওয়া যায়। এরপর সেটিং-এ গিয়ে চেক করে সেটি পরিবর্তন করা যায়।
advertisement
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
f2 - কোন ফাইল রিনেম করার জন্য অথবা সেই ফাইল পরিবর্তন করার জন্য এই কি ব্যবহার করা যায়। মাইক্রোসফট ওয়ার্ডে এই কি ক্লিক করে সেই ফাইলের প্রিন্ট প্রিভিউ দেখা যায়।
f3- এই কি ক্লিক করে সার্চ বক্স খোলা যায়। এরপর যে কোনও ফাইল অথবা ফোল্ডার সার্চ করা সম্ভব। এমএস-ডসে এই কি ক্লিক করে প্রথম টাইপ করার কমান্ড দ্বিতীয়বার টাইপ করা সম্ভব।
f4 - মাইক্রোসফট ওয়ার্ডে এই কি ক্লিক করে, যে শব্দ প্রথমে টাইপ করা হয়েছে সেটি দ্বিতীয়বার টাইপ হয়ে যায়। একই ভাবে যে কোনও কাজ এই কিয়ের মাধ্যমে রিপিট করা সম্ভব।
f5 - রিফ্রেশ করার কাজে এই কি ব্যবহার করা হয়। এর মাধ্যমে পাওয়ারপয়েন্ট স্লাইড শো শুরু করা যায়।
f6 - এই কি ক্লিক করলে উইন্ডোজে খোলা ফোল্ডারের কনটেন্ট দেখা যায়। একই সঙ্গে এমএস ওয়ার্ডের বিভিন্ন ডকুমেন্ট একটি একটি করে দেখার জন্য কন্ট্রোল + শিফট + এফ৬ ক্লিক করে দেখা যায়।
f7 - এর মাধ্যমে স্পেলিং চেক করা সম্ভব। এমএস ওয়ার্ডে গিয়ে এই কি ক্লিক করে স্পেলিং চেক করা সম্ভব।
f8 - টেক্সট সিলেক্ট করার জন্য এই কি ব্যবহার করা হয়।
f9 - মাইক্রোসফট আউটলুকে ইমেইল পাঠানো অথবা রিসিভ করার জন্য এই কি ব্যবহার করা হয়।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
f10 - কোনও সফটওয়্যারে কাজ করার সময় এই কি-তে ক্লিক করলে মেনু খুলে যাবে। এছাড়াও শিফটের সঙ্গে এটি প্রেস করলে তা মাউসের রাইট ক্লিক অপশনের মত কাজ করে।
f11 - ইন্টারনেট ব্রাউজার ফুল স্ক্রিন করার জন্য এটি ব্যবহার করা হয়।
f12 - এমএস ওয়ার্ডে এই কি প্রেস করলে সেভ অ্যাজ অপশন ওপেন হয়ে যায়। শিফটের সঙ্গে এফ১২ প্রেস করলে মাইক্রোসফট ফাইল সেভ হয়ে যায়।
