TRENDING:

F1 থেকে F12- ল্যাপটপের এই সবকটা শর্টকাট কি-র ব্যবহার জানেন তো? না জানলে দেখে নিন এখনই

Last Updated:

F1 - F12 Function key: এক নজরে দেখে নেওয়া যাক কোন কি ব্যবহার করে, কোন কাজ করা যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
F1-F12 Function Key: ল্যাপটের কিবোর্ডে অনেক ধরনের বাটন রয়েছে। অনেক বাটনের শর্টকাট আমাদের জানা রয়েছে। এর ফলে কাজ করার সময় খুবই সুবিধা হয়। কিবোর্ডে কন্ট্রোল, শিফট, ক্যাপসলক, অল্ট, অ্যালফাবেট এবং নম্বার ইত্যাদি ছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের ফাংশন মজুত রয়েছে। এই সকল ফাংশন বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়।
advertisement

এক্ষেত্রে অনেক তথ্য কিবোর্ডে দেওয়া থাকে। কিন্তু এমন অনেক ফাংশন রয়েছে যা অনেকেরই অজানা। যেমন- এফ১ থেকে এফ১২ পর্যন্ত ফাংশন কি, যা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। এক নজরে দেখে নেওয়া যাক কোন কি ব্যবহার করে, কোন কাজ করা যায়।

f1 - ল্যাপটপ অন করার পর এই এফ১ বাটন ক্লিক করলে সিস্টেম সেটআপে পৌঁছে যাওয়া যায়। এরপর সেটিং-এ গিয়ে চেক করে সেটি পরিবর্তন করা যায়।

advertisement

আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা

f2 - কোন ফাইল রিনেম করার জন্য অথবা সেই ফাইল পরিবর্তন করার জন্য এই কি ব্যবহার করা যায়। মাইক্রোসফট ওয়ার্ডে এই কি ক্লিক করে সেই ফাইলের প্রিন্ট প্রিভিউ দেখা যায়।

advertisement

f3- এই কি ক্লিক করে সার্চ বক্স খোলা যায়। এরপর যে কোনও ফাইল অথবা ফোল্ডার সার্চ করা সম্ভব। এমএস-ডসে এই কি ক্লিক করে প্রথম টাইপ করার কমান্ড দ্বিতীয়বার টাইপ করা সম্ভব।

f4 - মাইক্রোসফট ওয়ার্ডে এই কি ক্লিক করে, যে শব্দ প্রথমে টাইপ করা হয়েছে সেটি দ্বিতীয়বার টাইপ হয়ে যায়। একই ভাবে যে কোনও কাজ এই কিয়ের মাধ্যমে রিপিট করা সম্ভব।

advertisement

f5 - রিফ্রেশ করার কাজে এই কি ব্যবহার করা হয়। এর মাধ্যমে পাওয়ারপয়েন্ট স্লাইড শো শুরু করা যায়।

f6 - এই কি ক্লিক করলে উইন্ডোজে খোলা ফোল্ডারের কনটেন্ট দেখা যায়। একই সঙ্গে এমএস ওয়ার্ডের বিভিন্ন ডকুমেন্ট একটি একটি করে দেখার জন্য কন্ট্রোল + শিফট + এফ৬ ক্লিক করে দেখা যায়।

advertisement

f7 - এর মাধ্যমে স্পেলিং চেক করা সম্ভব। এমএস ওয়ার্ডে গিয়ে এই কি ক্লিক করে স্পেলিং চেক করা সম্ভব।

f8 - টেক্সট সিলেক্ট করার জন্য এই কি ব্যবহার করা হয়।

f9 - মাইক্রোসফট আউটলুকে ইমেইল পাঠানো অথবা রিসিভ করার জন্য এই কি ব্যবহার করা হয়।

আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে

f10 - কোনও সফটওয়্যারে কাজ করার সময় এই কি-তে ক্লিক করলে মেনু খুলে যাবে। এছাড়াও শিফটের সঙ্গে এটি প্রেস করলে তা মাউসের রাইট ক্লিক অপশনের মত কাজ করে।

f11 - ইন্টারনেট ব্রাউজার ফুল স্ক্রিন করার জন্য এটি ব্যবহার করা হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

f12 - এমএস ওয়ার্ডে এই কি প্রেস করলে সেভ অ্যাজ অপশন ওপেন হয়ে যায়। শিফটের সঙ্গে এফ১২ প্রেস করলে মাইক্রোসফট ফাইল সেভ হয়ে যায়।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
F1 থেকে F12- ল্যাপটপের এই সবকটা শর্টকাট কি-র ব্যবহার জানেন তো? না জানলে দেখে নিন এখনই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল