TRENDING:

Diwali 2021 Wishes: দিওয়ালির জন্য WhatsApp নিয়ে এল নতুন স্টিকার; কীভাবে ডাউনলোড করতে হবে জেনে নিন

Last Updated:

দিওয়ালি উৎসবের কথা মাথায় রেখে বানানো হয়েছে WhatsApp-এর এই বিশেষ স্টিকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ২০২১ সালের দিওয়ালির (Diwali 2021) জন্য WhatsApp নিয়ে এল তাদের বিশেষ স্টিকার। করোনা মহামারির বাধা কিছুটা কাটিয়ে ভারতে উৎসবের মরসুম শুরু হয়েছে অক্টোবর মাস থেকে। নভেম্বর মাসের ২ তারিখে ধনতেরস পালিত হওয়ার পর এক দিন পর অর্থাৎ ৪ নভেম্বর ভারত জুড়ে পালিত হবে দিওয়ালি। এই দিওয়ালির জন্য WhatsApp নিয়ে এসেছে তাদের বিশেষ স্টিকার। করোনার বাধা নিষেধের কারণে যারা অন্যের বাড়িতে যেতে পারবে না, তারা WhatsApp-এর এই বিশেষ স্টিকারের মাধ্যমে তাদের প্রিয়জনকে জানাতে পারবে দিওয়ালির বিশেষ শুভেচ্ছা (Diwali 2021 Wishes)। এই বিশেষ স্টিকারের মাধ্যমে নিজেদের পরিবার, বন্ধু এবং প্রিয়জনকে দিওয়ালির বিশেষ শুভেচ্ছা জানানো যাবে। সকলের সঙ্গে দিওয়ালির আনন্দ ভাগ করে নেওয়ার জন্য WhatsApp নিয়ে এসেছে তাদের এই বিশেষ স্টিকার। দিওয়ালি উৎসবের কথা মাথায় রেখে বানানো হয়েছে WhatsApp-এর এই বিশেষ স্টিকার। WhatsApp-এর এই বিশেষ স্টিকারের মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিন দিওয়ালির আনন্দ (Diwali 2021 Wishes)।
দিওয়ালির জন্য WhatsApp নিয়ে এল তাদের নতুন স্টিকার; কী ভাবে তা ডাউনলোড করতে হবে জেনে নিন!
দিওয়ালির জন্য WhatsApp নিয়ে এল তাদের নতুন স্টিকার; কী ভাবে তা ডাউনলোড করতে হবে জেনে নিন!
advertisement

আরও পড়ুন - দিওয়ালির কেনাকাটা করছেন অনলাইন? এই ১০টি নিয়ম না মানলে চোট যেতে পারে টাকা

এক নজরে দেখে নিন WhatsApp স্টিকার (Diwali 2021 Wishes) ডাউনলোড করার উপায়-

স্টেপ ১ - প্রথমেই নিজেদের ফোনে লঞ্চ করতে হবে WhatsApp অ্যাপ।

স্টেপ ২ - এর পর নিজেদের ফোনের কনট্যাক্টে থাকা সেই ব্যক্তিকে সিলেক্ট করতে হবে, যাকে দিওয়ালির স্টিকার পাঠাতে চান।

advertisement

স্টেপ ৩ - এর পর নিজেদের পছন্দ অনুযায়ী মেসেজ টাইপ করতে হবে এবং টেক্সট বক্সের মধ্যে থাকা স্টিকার আইকনে ক্লিক করতে হবে।

স্টেপ ৪ - এরপর '+' আইকনে ক্লিক করে নিজেদের পছন্দ অনুযায়ী স্টিকার বেছে নিতে হবে।

স্টেপ ৫ - এর পর নিজেদের পছন্দ অনুযায়ী নতুন স্টিকার না পেলে স্ক্রল ডাউন করে গেট মোর স্টিকার (Get More Stickers) অপশনে ক্লিক করতে হবে।

advertisement

স্টেপ ৬ - এছাড়াও গুগল প্লে স্টোর থেকে নতুন স্টিকার ডাউনলোড করা সম্ভব। এর জন্য প্রথমেই গুগল প্লে স্টোরের (Google Play Store) সার্চ বারে গিয়ে দিওয়ালি (Diwali) এবং ধনতেরস (Dhanteras) লিখে সার্চ করতে হবে। এরপর নিজেদের পছন্দ অনুযায়ী স্টিকার খুঁজে ডাউনলোড করতে হবে। সেই স্টিকার ডাউনলোড করার পর ইনস্টল করতে হবে। এর পর সেটি ব্যবহার করা যাবে WhatsApp-এ।

advertisement

আরও পড়ুন - Diwali 2021: মজা ষোল আনা কিন্তু বিপদ নেই; এবারের দীপাবলিতে ঘরে আনুন ইলেকট্রনিক বাজি

অ্যান্ড্রয়েড (Android) এবং আইফোনের (iPhone) ইউজাররা এই একই উপায়ের মাধ্যমে ব্যাবহার করতে পারবে দিওয়ালির নতুন স্টিকার। এর মাধ্যমে নিজেদের পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষকে মেসেজের সঙ্গে সঙ্গে পাঠানো যাবে ফেস্টিভ থিম স্টিকার।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Diwali 2021 Wishes: দিওয়ালির জন্য WhatsApp নিয়ে এল নতুন স্টিকার; কীভাবে ডাউনলোড করতে হবে জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল