TRENDING:

Digital Health ID Card: ভারত সরকারের ডিজিটাল হেল্থ আইডি কার্ড, জেনে নিন কী ভাবে তা পাওয়া যাবে

Last Updated:

Digital Health ID Card: দেশবাসীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে চালু করা হয়েছে এই ন্যাশনাল ডিজিটাল হেল্থ মিশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারত সরকার নিয়ে এল আধারের (Aaadhaar Card) মতো ডিজিটাল হেল্থ আইডি কার্ড (Digital Health ID Card)। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সোমবার এই মিশনের ঘোষণা করেন। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল ডিজিটাল হেল্থ মিশনের (National Digital Health Mission) অধীনে দেশবাসীকে একটি ১৪ সংখ্যার হেল্থ আইডেন্টিফিকেশন নম্বর (Health Identification Number) দেওয়া হবে। এর মাধ্যমে সকল দেশবাসীর মেডিক্যাল রেকর্ডস এক জায়গায় রাখবে কেন্দ্রীয় সরকার। দেশবাসীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে চালু করা হয়েছে এই ন্যাশনাল ডিজিটাল হেল্থ মিশন।
advertisement

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মিশনের উদ্বোধন করে বলেন "ডিজিটাল হেল্থ কার্ডে চিকিৎসকদের রোগ নির্ণয়ে সুবিধা হবে। দেশের সকলেই পাবে এই ডিজিটাল হেল্থ আইডি কার্ড। এই ডিজিটাল মিশন দেশের সমস্ত হাসপাতালগুলিকে ডিজিটালি একে অপরের সঙ্গে যুক্ত করবে। আধার কার্ডের মতো এই ডিজিটাল হেল্থ আইডি কার্ডে থাকবে ব্যক্তির সমস্ত মেডিক্যাল রেকর্ডস। এর ফলে ডাক্তাররা প্রতি নিয়ত রোগীদের রেকর্ড দেখতে পারবেন। প্রয়োজন অনুযায়ী তাদের চিকিৎসা করা যাবে সময় মতো। এর ফলে সকল দেশবাসীর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সুরক্ষিত থাকবে।"

advertisement

এক নজরে দেখে নেওয়া যাক কী ভাবে এই ডিজিটাল হেলথ আইডি কার্ড পাওয়া যাবে-

স্টেপ ১ - প্রথমেই ন্যাশনাল ডিজিটাল হেল্থ মিশনের অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে (https://ndhm.gov.in/)

স্টেপ ২ - এবার হেল্থ আইডি সেকশনে (Health ID Section) গিয়ে ক্রিয়েট হেলথ আইডি (Create Health ID) অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ৩ - এবার অন্য আরেকটি পেজ খুলে যাবে, যেখানে নানা ধরনের লগ ইন অপশন পাওয়া যাবে

advertisement

১ - জেনারেট ইয়োর হেল্থ আইডি ভায়া আধার (Generate your Health ID via Aadhaar)

২ - আই ডোন্ট হ্যাভ আধার / আই ডোন্ট ওয়ান্ট টু উইজ মাই আধার ক্রিয়েটিং হেলথ আইডি। ক্লিক হেয়ার (I don't have Aadhaar / I don't want to use my Aadhaar for creating Health ID)

advertisement

৩ - অলরেডি হ্যাভ এ হেলথ আইডি? লগইন (Already have a Health ID ? Login)

আরও পড়ুন :  নতুন টিভি কেনার কথা ভাবছেন? Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে টেলিভিশনের ওপর পাওয়া যাবে বিশেষ ছাড়

স্টেপ ৪ - ডিজিটাল হেল্থ কার্ডের বানানোর জন্য নিজেদের আধার কার্ড ব্যবহার করতে চাইলে প্রথম অপশনটি ক্লিক করতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

স্টেপ ৫ - এর পর নিজেদের ১২ ডিজিটের আধার নম্বর সাবমিট করতে হবে এবং স্ক্রিনে দেওয়া নিয়ম ফলো করে প্রক্রিয়াটি শেষ করতে হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Digital Health ID Card: ভারত সরকারের ডিজিটাল হেল্থ আইডি কার্ড, জেনে নিন কী ভাবে তা পাওয়া যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল