TRENDING:

Dhanteras 2021 Wishes: শুভ ধনতেরাস ! বাড়িতে বসেই প্রিয়জনদের পাঠান শুভেচ্ছা

Last Updated:

Dhanteras 2021 Wishes: আজ ধনতেরাস দিন প্রিয়জনদের শুভেচ্ছা পাঠান ডিজিটালি...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ধনত্রয়োদশী বা ধন্বন্তরী-ত্রয়োদশী, সংক্ষেপে ধনতেরাস (Dhanteras 2021 Wishes) । কার্তিক মাসের শুক্লপক্ষের এয়োদশী তিথিতে হয় ধনতেরাস ৷ কৃষ্ণপক্ষের ত্রয়োদশ চান্দ্র তিথিটি দীপাবলির দুই দিন আগে আসে। এ বছরেও সে নিয়ম পালিত হবে। প্রথা মেনে ধনতেরাসের দিনে কুবের, লক্ষ্মী ও ধন্বন্তরী, যমরাজের পুজো করা হয়। এই ক্ষণকে শুভ মানা হয়। এই সময় সোনা, রূপার গয়না, পাত্র, বাসন, কয়েন কেনাকে শুভ মানা হয়। এই সময় সোনা, রূপা বা পিতল কিনলে সারা বছর ঘরে লক্ষ্মী বাস করেন। এমনটাই মানা হয়।
advertisement

এই বছর ধনতেরাস (Dhanteras 2021) ২ নভেম্বর মঙ্গোলবারে পড়েছে। ধনতেরাসের জন্য পুজোর সব থেকে শুভ সময় হল সন্ধ্যে বেলা। ত্রয়োদশী তিথি শুরু- ২ নভেম্বর বেলা ১১টা ৩১ মিনিট থেকে। ত্রয়োদশী তিথি সমাপ্ত- ৩ নভেম্বর সকাল ৯টা ০২ মিনিটে।ধনতেরাস পুজোর শুভ সময়- সন্ধ্যা ৫টা ২৬ মিনিট থেকে ৬টা। প্রদোষ কালে ধন্বন্তরি পুজো- সন্ধ্যা ৫টা ৩৮ মিনিট থেকে ৮টা ১৪ মিনিট।

advertisement

আরও পড়ুন - Dhanteras 2021: সাবধান! ধনতেরসের শুভদিনে এই জিনিসগুলি কখনই কিনবেন না

এছাড়াও ২০১৬ সাল থেকে ভারত সরকারের আয়ুর্বেদ, যোগ, ন্যাচারোপ্যাথি, উনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথি (AYUSH) মন্ত্রক এই দিনটিকে ‘জাতীয় আয়ুর্বেদ দিবস’ হিসেবে পালন করে আসছে। ধন্বন্তরী একজন আয়ুর্বেদ চিকিৎসক, তাঁর প্রচারেই আয়ুর্বেদ আমাদের দেশে এতো প্রসিদ্ধ। তিনি ত্রয়োদশী তিথিতে জন্ম গ্রহণ করেন, তাই তখন থেকেই আয়ুর্বেদ প্রেমিকরা তাঁর জন্ম তিথি ধন্বন্তরী ত্রয়োদশী হিসাবে পালন করে। হিন্দিতে এটাকে ধন্বন্তরী তেরসও বলা হয়। এর সঙ্গে ধন বা অর্থের কোনও সম্পর্ক নেই।

advertisement

আজ ধনতেরাস দিন প্রিয়জনদের শুভেচ্ছা (Dhanteras 2021 Wishes) পাঠান ডিজিটালি...

স্বাস্থ্য ও সম্পদে পূর্ণ হক জীবন। জীবন ভরে উঠুক আনন্দে । ধনতেরাস শুভেচ্ছা

ধন কুবের ও মা লক্ষীর আশীর্বাদে সমৃদ্ধি লাভ হোক। ধনতেরাস শুভেচ্ছা

শুভ ধনতেরাসের প্রীতি ও শুভেচ্ছা

সমৃদ্ধি আসুক ধনতেরাসে, লক্ষ্মী বসুক সবার ঘরে! শুভ ধনতেরাস

অক্ষয় হোক সদাই সুখ, শুভ আশীষ পড়ুক ঝরে! শুভ ধনতেরাস

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ধনলক্ষ্মীর কৃপায় ঘুঁচে যাক দুঃখ, আসুক সুখ! শুভ ধনতেরাস

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Dhanteras 2021 Wishes: শুভ ধনতেরাস ! বাড়িতে বসেই প্রিয়জনদের পাঠান শুভেচ্ছা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল