এই ঘড়ি দু’টি বিশেষত্বই হল, এ দু’টি গোলাকার। লঞ্চ অফারের আকর্ষণীয় ছাড়ও দেওয়া হচ্ছে।
Lunar Connect Pro-এর দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা। এটি চেরি ব্লসম, ব্লু, অ্যাক্টিভ ব্ল্যাক এবং ব্ল্যাক রঙের ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে। পাশাপাশি Lunar Call Pro-এর দাম রাখা হয়েছে ৬,৯৯০ টাকা। এটির রঙের ক্ষেত্রে রয়েছে চেরি ব্লসম, ডিপ ব্লু, চারকোল ব্লু এবং ব্ল্যাক-এর বিভিন্নতা।
advertisement
আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ
Lunar Connect Pro এবং Lunar Call Pro দু’টি ঘড়ির ক্ষেত্রেই সীমিত সময়ের জন্য লঞ্চ অফার চালু করা হয়েছে। এই অফারে ঘড়ি দু’টি পাওয়া যাবে ৩,৪৯৯ টাকায়। সঙ্গে গ্রাহকরা পাবেন এক বছরের ওয়ারেন্টি। দেখে নেওয়া যাক এর স্পেসিফিকেশন—
দু’টি ঘড়িতেই রয়েছে ১.৩৯-ইঞ্চি AMOLED ডিসপ্লে, যার সঙ্গে অলওয়েজ-অন-ডিসপ্লে, ৬০Hz রিফ্রেশ রেট এবং ৬০০ নিট পর্যন্ত ব্রাইটনেস পাওয়া যাবে। দু’টি ঘড়িই boAt Crest অ্যাপে ‘ওয়াচ ফেস স্টুডিও’-র মাধ্যমে কাস্টমাইজ করা যায়।
আরও পড়ুন - দেওয়াল থেকে কতটা দূরে রাখতে হয় ফ্রিজ? ৯৯% মানুষ সঠিক তথ্য জানেন না
Lunar Connect Pro এবং Call Pro-এ দ্রুত পারফরম্যান্সের জন্য রয়েছে Apollo3-এর SensAi প্রসেসর। boAt-ই প্রথম সংস্থা যারা কোনও উয়্যারেবল-এ StanceBeam দিচ্ছে। এর সাহায্যে ডেটা ব্যবহার করে উন্নত পরিষেবা পাওয়া যেতে পারে।
ব্লুটুথ কলিংয়ের জন্য HD স্পিকার এবং মাইক্রোফোন রয়েছে। এর মধ্যে ২০টি কনট্যাক্ট সেভ করা যেতে পারে। সঙ্গে রয়েছে ৭০০ টিরও বেশি সক্রিয় মোড।
Lunar Connect Pro এবং Call Pro- তে ২৬০mAh ব্যাটারি রয়েছে, যা এক চার্জে ১৫ দিন চালানো যাবে।
উভয় ঘড়িতে, ব্যবহারকারীরা হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন সেন্সর, স্লিপ ট্র্যাকার, স্ট্রেস ট্র্যাকার এবং লাইভ ক্রিকেট স্কোরের মতো ফিচার পাবেন। BoAt Lunar Connect Pro এবং Lunar Call Pro উভয়েরই IP68 রেটিং রয়েছে।