এক নজরে দেখে নিন কী ভাবে কাজ করে WhatsApp সাপোর্ট অ্যাকাউন্ট স্ক্যাম -
এই পদ্ধতিতে WhatsApp এর ইউজারদের কাছে জানতে চাওয়া হচ্ছে বিভিন্ন ধরনের গোপনীয় এবং ব্যক্তিগত তথ্য। মেসেজ করে WhatsApp এর ইউজারদের বলা হচ্ছে সেই সমস্ত তথ্য না দেওয়া হলে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। কিন্তু, WhatsApp এর তরফে জানানো হয়েছে যে, তারা এমন কোনও মেসেজ করে না ইউজারদের। এর ফলে ভুলেও নিজেদের ব্যক্তিগত তথ্য অন্যের সঙ্গে শেয়ার করা উচিত নয়। বিশেষ করে নিজেদের ব্যাঙ্কের ডিটেল এবং ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের ডিটেল। WhatsApp কিছুদিন আগেই চালু করেছে তাদের পেমেন্ট সার্ভিস। স্ক্যামারদের উদ্দেশ্য তা কাজে লাগিয়ে ইউজারদের টাকা লোপাট করা।
advertisement
আরও পড়ুন - এবার Instagram-এ পিন করে রাখা যাবে পোস্ট, আসছে নতুন ফিচার
আরও পড়ুন - এই ১০টি সুপার কুল গ্যাজেট আছে? আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে গরম
এক নজরে দেখে নিন কী ভাবে বুঝবেন সেটা ফেক WhatsApp সাপোর্ট অ্যাকাউন্ট -
WhatsApp সাপোর্ট অ্যাকাউন্ট ফেক কিনা তা বোঝার প্রথম উপায় হল সেই অ্যাকাউন্টের প্রোফাইল ফটোতে ভেরিফাই ব্যবহার করা হয়েছে। এই ধরনের অ্যাকাউন্ট থেকে কোনও মেসেজ আসলে ভুলেও তা খোলা উচিত নয়। একই সঙ্গে কোনও লিঙ্ক পাঠানো হলে সেটিও ক্লিক করা উচিত নয়। কোনও ভুয়ো WhatsApp অ্যাকাউন্ট থেকে কোনও ধরনের মেসেজ এলে সঙ্গে সঙ্গে তা ব্লক করে দেওয়া প্রয়োজন। এই ধরনের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠানো হয়। সেই সমস্ত লিঙ্কে ক্লিক করা উচিত নয়। নিজেদের কার্ডের ওটিপি এবং ব্যাঙ্কের বিভিন্ন তথ্য ভুলেও শেয়ার করা উচিত নয়।
WhatsApp-এর তরফে জানানো হয়েছে যে নতুন এই ফেক সাপোর্ট অ্যাকাউন্টের মাধ্যমে স্ক্যামাররা নতুন জাল বিস্তার করেছে। তাই WhatsApp এর ইউজারদের সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে।