সুত্রের খবর, BGMI লঞ্চ পার্টি বেশ জাঁকজমক করে হবে। বহু প্রতীক্ষিত এই ইভেন্টে বেশ কয়েকটি জনপ্রিয় PUBG গেমারদের দেখা যাবে। তাঁদের মধ্যে থাকবেন ম্যাক্সটার্ন (Maxtern), ডায়নামোরের (Dynamo) মতো নামি গেমাররা। ক্র্যাফটন গেম ডেভেলপারের সাহায্য নিয়ে একটি প্রতিযোগিতামূলক ইভেন্ট করা হবে। যার পুরস্কার মূল্য রাখা হয়েছে ৬ লক্ষ টাকা। এই টাকা বিজয়ী, রানার্স আপ ও ভালো গেমারদের মধ্যে ভাগ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
এর আগে PUBG Mobile দেশের সব থেকে জনপ্রিয় মোবাইল গেমিং সংস্থা হিসেবে পরিচিতি পেয়েছে। বহু গেমারদের গোটা বিশ্বে পরিচিতি এনে দিয়েছে। PUBG Mobile চায়না গেমিং ডেভেলপারের আয়ত্তে ছিল বলে ভারত সরকার দেশে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তার পর থেকে ভারতীয় গেমাররা আশায় বুক বেঁধেছিলেন কবে PUBG ফিরবে। অবশেষে নতুন নাম নিয়ে ফিরেছে এই জনপ্রিয় গেমিং সংস্থা। বিশেষজ্ঞরা আশা করছেন BGMI লঞ্চ পার্টি গেমিং প্ল্যাটফর্মের ভবিষ্যৎ বদলে দিতে পারবে।
PUBG ও BGMI-এর মধ্যে অনেক কিছু পার্থক্য রাখা হয়েছে। গেমাররা অনেক্ষণ গেমে ব্যস্ত থাকলে তাঁদের বিরতির জন্য পরামর্শ দেওয়া হবে এবার থেকে। টার্গেটের মৃত্যুর পর রক্তের রঙে বদল আনা হয়েছে। এছাড়াও থাকছে অনেক নতুন চমক। গেমিং সংস্থা জানিয়েছে কয়েক দিনেই BGMI কামাল দেখিয়েছে। ইতিমধ্যে ১ কোটি ভারতীয় নিজেদের মোবাইলে ডাউনলোড করে নিয়েছে।