সাধারণত ফ্যাক্টরি রিসেট আমাদের স্মার্টফোনের সমস্ত ব্যক্তিগত তথ্য যেমন ফটো, ভিডিও, ফাইল, কন্ট্যাক্টস এবং ক্যাশে ফাইল ডিলিট করে দেয়। এ বারে জেনে নেওয়া যাক কী ভাবে Android ফোনে এই ফ্যাক্টরি রিসেট করতে হয়—
স্টেপ ১- ফোন রিসেট (Reset) করতে, প্রথমেই মোবাইলের 'সেটিংস'-এ যেতে হবে
স্টেপ ২- এর পরে, নীচে স্ক্রোল করলে 'ব্যাকআপ অ্যান্ড রিসেট' (Backup & Reset) অপশনটি দেখতে পাওয়া যাবে, এ বারে এটিতে ক্লিক করতে হবে
advertisement
আরও পড়ুন - সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন
স্টেপ ৩- ব্যাকআপ এবং রিসেট এ ক্লিক করার পরে, নীচের দিকে 'ফ্যাক্টরি ডেটা রিসেট' (Factory Data Reset) অপশনটি পাওয়া যাবে এটিতে আলতো করে প্রেস করতে হবে
স্টেপ ৪- এখন নীচের 'রিসেট ডিভাইস' (Reset Device) অপশনে ক্লিক করতে হবে তারপর কিছুক্ষণের মধ্যেই ফোনটি রিসেট হয়ে যাবে।
এ ছাড়া যাঁরা Samsung-এর ফোন ব্যবহার করেন তাদের জন্য একটি ভিন্ন উপায় রয়েছে—
স্টেপ ১- একেবারে প্রথমে Samsung ফোনের সেটিংসে যেতে হবে এবং অ্যাকাউন্টস ও ব্যাকআপে (Accounts & Backup) ট্যাপ করতে হবে
স্টেপ ২- এর পর Manage Accounts-এ ক্লিক করতে হবে
স্টেপ ৩- এখানে Samsung Account সার্চ করতে হবে এবং এন্ট্রিতে (Entry) ক্লিক করতে হবে
স্টেপ ৪- এরপর ‘Remove Account’ অপশনে ক্লিক করতে হবে
স্টেপ ৫- এ বারে ‘Main Settings’ মেনুতে যেতে হবে
আরও পড়ুন - ভুলেও এই মেসেজে ক্লিক করবেন না! অনলাইন শপিংয়েও সাবধান! খালি হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা!
স্টেপ ৬- General Management-এ ক্লিক করতে হবে
স্টেপ ৭- এখন নীচে স্ক্রোল করে তারপর নীচে রিসেট (Reset) অপশনে আলতো ভাবে প্রেস করতে হবে
স্টেপ ৮- এখন ফ্যাক্টরি ডেটা রিসেট (Factory Data Reset) এ ক্লিক করতে হবে
স্টেপ ৯- এরপর ফোন আনলক করতে পাসওয়ার্ড দেওয়ার জন্য ফোনে একটি অপশন আসবে সেটি লিখতে হবে
স্টেপ ১০- এর পর Delete All অপশনে ক্লিক করতে হবে
তবে হ্যাঁ। এ সব কিছু করার আগে আরও জরুরি একটা কাজ সেরে রাখতে হবে, আর সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ডিভাইসে ফ্যাক্টরি রিসেট করার আগে, সমস্ত গুরুত্বপূর্ণ ডেটা যেমন ছবি, ভিডিও, কন্টাক্ট নম্বর, মেসেজ ইত্যাদির ব্যাকআপ নিয়ে রাখতে হবে। না হলে পরে আর সে সবের হদিশ কোথাও পাওয়া যাবে না।