TRENDING:

Amazon One palm-scan: হাত উপুড় করলেই খরচ হয়ে যাবে টাকা, Amazon বের করেছে নতুন ‘ফন্দি’

Last Updated:

Amazon One - How it works: কী এই Amazon One, কী ভাবে কাজ করে Palm ID, সবই দেখে নিন একনজরে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Amazon One palm-scan: দোকানে গিয়ে আর পকেট থেকে বের করতে হবে না টাকার ব্যাগ, খুচরো নিয়ে আর কোথাও ঝামেলা হবে না। এমনকী কার্ড বের করারও দরকার হবে না, বের করতে হবে না স্মার্টফোনও। সরাসরি হাতের পাতা থেকেই খসে যাবে টাকা। এ বার হাত উপুড় করেও মিটিয়ে দেওয়া যাবে যাবতীয় খরচ। এমনই ব্যবস্থা করে ফেলেছে Amazon।
advertisement

Amazon তার গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সরল করতে নিয়ে এসেছে এই বিশেষ ব্যবস্থা। হাতের পাতা ব্যবহার করেই অ্যামাজন গ্রাহকরা কেনাকাটা সেরে নিতে পারবেন দোকান থেকে। আসলে একটি বিশেষ ডিভাইসে স্ক্যান করে নিতে হবে নিজের হাতের পাতা। তাতেই মিলে যাবে ID, টাকা কেটে নেওয়া হবে অ্যাকাউন্ট থেকে। এই বিশেষ পরিষেবার নাম দেওয়া হয়েছে Amazon One। ২০২০ সালেই এই পরিষেবার কথা ঘোষণা করেছিল অ্যামাজন। কিছু নির্দিষ্ট দোকানেই এই পরিষেবা দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। তবে পরিষেবা এখনও সীমাবদ্ধ রয়েছে শুধু মাত্র আমেরিকার কিছু এলাকায়। Amazon One পরিষেবা সে দেশের অন্য বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সংস্থা।

advertisement

কী এই Amazon One, কী ভাবে কাজ করে Palm ID, সবই দেখে নিন একনজরে

আসলে Amazon One হল এক নতুন ও আধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে অ্যামাজন নির্বিঘ্নে ও ছোঁয়াচ বাঁচিয়ে অর্থ লেনদেন করার সুবিধা করে দিচ্ছে গ্রাহকদের। এই প্রযুক্তিতে অ্যামাজন গ্রাহকরা Amazon Go স্টোরে গিয়ে মুদির সামগ্রীও কিনতে পারবেন। পাশাপাশি, টেক্সাসের অস্টিনে Whole Food Market নামে একটি বহুজাতিক অফলাইন সুপারমার্কেট চেন-এর সঙ্গেও গাঁটছড়া বেঁধে অ্যামাজন। এ সপ্তাহ থেকেই ওই দোকানে কেনাকাটা করা যাবে হাত ছুঁইয়ে।

advertisement

আরও পড়ুন - এই গ্রীষ্মে গরম হয়ে যাচ্ছে সাধের স্মার্টফোন? দেখে নিন গরম থেকে ফোন বাঁচানোর ৫টি উপায়

আরও পড়ুন -খুব অল্পতেই অত্যন্ত ঠান্ডা, সামান্য বিদ্যুতের বিল? স্টাইলিশ লুক, এক এসিতে হাজার কামাল, কেনার আগে জেনে নিন

কী ভাবে কাজ করে এই প্রযুক্তি?

advertisement

প্রথমেই গ্রাহককে অ্যামাজনে তাঁর হাতের পাতা স্ক্যান করে Palm ID তৈরি করিয়ে নিতে হবে। এ দিকে নির্দিষ্ট দোকানগুলিতে থাকবে এক বিশেষ ধরনের স্ক্যানার। যা কেনাকাটার পর মূল্য বিনিময়ের সময় গ্রাহকের হাতের পাতা স্ক্যান করে নেবে। কিন্তু সুবিধা হল, এ ক্ষেত্রে সময় আরও কম লাগবে, কারণ একবার গ্রাহকের হাত স্ক্যান হয়ে গেলেই অর্থ লেনদেন হয়ে যাবে। আসলে প্রত্যেক মানুষের হাতের পাতা একে অপরের থেকে আলাদা। তাই এই বিশেষ পন্থায় জালিয়াতি ঠেকানো আরও সহজ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অ্যামাজনের দাবি, তারা এমন বিশেষ ফিচার ব্যবহার করে গ্রাহকের হাতের স্ক্যান করছে যা সাধারণ ক্যামেরা বা খোলা চোখে দেখে বোঝা সম্ভবই নয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

তবে সমস্যা অন্যত্র। Amazon One-এ রেজিস্টার করার সময়ই গ্রাহকের Palm data বা বলা যায় হাতের ছাপ দিয়ে রাখতে হবে অ্যামাজনের কাছে। এই বিষয়টি যে খুব স্বস্তির এমনটা নাও হতে পারে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Amazon One palm-scan: হাত উপুড় করলেই খরচ হয়ে যাবে টাকা, Amazon বের করেছে নতুন ‘ফন্দি’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল