TRENDING:

Amazon Great Indian Festival Sale: অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে সেরা ফিটনেস ব্যান্ড

Last Updated:

Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ৪০০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে ভালো ভালো ফিটনেস ব্যান্ড। তা ছাড়া, এই সব ফিটনেস ব্যান্ডের উপর আকর্ষণীয় ছাড়ও থাকছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা মহামারির জন্য ভারতে ফিটনেস ব্যান্ডের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। ফিটনেস ব্যান্ডের মাধ্যমে শরীরের গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিসকে ট্র্যাকে রাখা সম্ভব হয়। এর ফলে প্রয়োজন অনুযায়ী সময় থাকতে থাকতেই চিকিৎসা করা যায়। ভারতে বিভিন্ন কোম্পানি লঞ্চ করেছে বিভিন্ন ধরনের ফিটনেস ব্যান্ড। Amazon এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে (Amazon Great Indian Festival Sale) ৪০০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে বেস্ট ফিটনেস ব্যান্ড (Best Fitness Band)। এই সকল ফিটনেস ব্যান্ডের ওপর রয়েছে আকর্ষণীয় সব অফার। শুধু তা-ই নয়, Amazon এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল (Amazon Great Indian Festival Sale)-এ ICICI এবং HDFC ব্যাঙ্কের তরফেও দেওয়া হচ্ছে ডিসকাউন্ট। এক নজরে দেখে নিন, Amazon এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ৪০০০ টাকার মধ্যে কোন কোন ফিটনেস ব্যান্ড পাওয়া যাচ্ছে।
Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল: অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে সেরা সব ফিটনেস ব্যান্ড!
Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল: অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে সেরা সব ফিটনেস ব্যান্ড!
advertisement

Mi Smart Band 5:

Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে (Amazon Great Indian Festival Sale) এটি পাওয়া যাচ্ছে মাত্র ১,৯৯৯ টাকায়। ভারতের সব থেকে জনপ্রিয় ফিটনেস ট্র্যাকার ব্যান্ড এটি। এতে রয়েছে ১.১ ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে (Touch Screen Display), পিপিজি হার্ট রেট সেন্সর (PPG Heart Rate Sensor), অ্যাক্সেলেরোমিটার (Accelerometer), জাইরোস্কোপ (Gyroscope) এবং অন্যান্য সেন্সর। এতে রয়েছে ৫.০ ব্লুটুথ কানেক্টিভিটি (Bluetooth Connectivity) এবং ২ সপ্তাহের ব্যাটারি লাইফ।

advertisement

আরও পুড়ন - Tech Tips: অ্যাকাউন্ট হ্যাক হলে Google-এর সাহায্যে তা খুঁজে বের করা সম্ভব; কীভাবে? জানুন

OnePlus Band:

Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এটি পাওয়া যাচ্ছে মাত্র ১,৮৯৯ টাকায়। এতে রয়েছে এসপিও২ সেন্সর (SpO2 Sensor), হার্ট রেট মনিটর, ৫এটিএম আইপি৬৮ (5ATM IP68) ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স। এতে রয়েছে ১.১ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, ৩-অ্যাক্সিস (3-axis) অ্যাক্সেলেরোমিটার এবং জাইরোস্কোপ।

advertisement

Oppo Smart Band:

Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এটি পাওয়া যাচ্ছে মাত্র ১,৯৯৯ টাকায়। এতে রয়েছে ১.১ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৫এটিএম ওয়াটার রেজিস্ট্যান্স, এসপিও২ সেন্সর মনিটর। এটি এক বার চার্জ দিলে প্রায় ১২ ঘণ্টা একটানা চলবে।

আরও পড়ুন - এই অ্যাপগুলি আপনার ফোনে নেই তো? তথ্য চুরি হতে পারে কিন্তু!

advertisement

Fastrack Reflex 3.0:

Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এটি পাওয়া যাচ্ছে মাত্র ১৯৯৫ টাকায়। এতে রয়েছে ১০টি স্পোর্টস মোড, হার্ট রেট মনিটর, আইপি৬৮ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স। এটি পাওয়া যাচ্ছে ৪টি ডুয়াল টোন কালার অপশনে। এতে রয়েছে ১০ দিনের ব্যাটারি ব্যাক-আপ।

Huawei Band 6:

সেরা ভিডিও

আরও দেখুন
জলপাইগুড়ির ধুপগুড়িতে এবার আইআইটি বাবা, মোনালিসা! কালীপুজোয় বিরাট আয়োজন
আরও দেখুন

Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এটি পাওয়া যাচ্ছে ৩৯৯০ টাকায়। এতে রয়েছে ১.৪৭ ইঞ্চির বিগ টাচ স্ক্রিন ডিসপ্লে, রিয়্যাল টাইম হার্ট রেট, স্লিপ এবং স্ট্রেস মনিটরিং সিস্টেম।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Amazon Great Indian Festival Sale: অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে সেরা ফিটনেস ব্যান্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল