কলোম্বানোর আরও দাবি, ভিনগ্রহীরা পৃথিবীতে এসে বাসাও বেঁধেছে! অদ্ভুত আকৃতি ও চেহারার কারণে তাদের দেখা যায় না, কাজেই মানুষ তাদের অবস্থান টের পাচ্ছে না! হতেই পারে এলিয়ানরা এমন কোনও উপাদানে তৈরি যা মানুষ খালি চোখে দেখতে পায় না।
কেবল কলোম্বানোই নন, বিজ্ঞানী ম্যাগি আদ্রেইন পোককও জানিয়েছেন, অন্য গ্রহের প্রাণীরা হয়তো এতটাই অন্য রকম দেখতে যে মানুষ তাদের হদিশ পাচ্ছে না। এর আগে বিজ্ঞানী স্টিফেন হকিংও বলেছিলেন, এলিয়ানরা তরল বা গ্যাসীয় পদার্থের মতোও হতে পারে।
advertisement
আরও পড়ুন-এল ' স্মার্ট সানগ্লাস' ! এবার সানগ্লাস দিয়েই গান শুনুন, ফোন করুন
Location :
First Published :
December 07, 2018 3:19 PM IST
