TRENDING:

ট্যুইটারে মাসে মাসে টাকা দিয়ে লাভ কি আদৌ হবে? এতে ব্যবহারকারীরা কী কী বিশেষ সুবিধা পাবেন? জানুন বিশদে!

Last Updated:

এখন প্রশ্ন উঠছে, মাসিক চার্জের পাশাপাশি ব্লু টিকধারী ব্যবহারকারীদের কি আর কোনও সুবিধা দেবেন মাস্ক?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং টেসলা কোম্পানির সিইও এলন মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটার কিনে নেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কোনও না-কোনও বিষয় নিয়ে ট্রেন্ড চলছে। সম্প্রতি ট্যুইটারে ব্লু টিকের জন্য মাসে ৮ ডলার অর্থাৎ ৬৬০ টাকা চার্জ করার কথা জানিয়ে একটি ট্যুইট করেছেন তিনি। এর পরেই এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে বিতর্ক শুরু হয়ে যায়। এখন প্রশ্ন উঠছে, মাসিক চার্জের পাশাপাশি ব্লু টিকধারী ব্যবহারকারীদের কি আর কোনও সুবিধা দেবেন মাস্ক?
advertisement

আসলে ব্লু টিকের জন্য ট্যুইটারে মাসিক চার্জের বিষয়টি সামনে আসার পর অনেকেই এর বিরোধিতা করেছেন। @JacobsTroubles ID ইউজারনেম ব্যবহারকারী এক জন ইউজার বলেন যে, “আমি ট্যুইটার ছেড়ে দেব, কিন্তু তার আগে ট্যুইট করে বলে যাব কেন যাচ্ছি।” রব হুড নামে এক জন আবার বলেছেন, “এমন কেন ভাই? এখন তো পাখি ফ্রি হয়ে গিয়েছে।” এই সমস্ত অভিযোগের জবাবে অবশ্য মাস্ক বলেন, “সমস্ত অভিযোগকারী অনুগ্রহ করে অভিযোগ করতেই থাকুন। তবে প্রতি মাসেই কিন্তু এর খরচ থাকবে মাত্র ৮ ডলার।”

advertisement

মাসিক ৮ ডলারের বিনিময়ে ব্যবহারকারীরা কী কী সুবিধা পাবেন?

১। এলন মাস্ক জানিয়েছেন যে, যাঁরা প্রত্যেক মাসে ৮ ডলার দিয়ে ব্লু টিক সাবস্ক্রিপশন নেবেন, তাঁরা অতিরিক্ত সুবিধা পাবেন। রিপ্লাই এবং সার্চের ক্ষেত্রে তাঁরা অগ্রাধিকার পাবেন। এ-ছাড়া, এই ব্লু টিক ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে স্প্যাম এবং বট অ্যাকাউন্ট দূরে রাখতে সাহায্য করবে।

advertisement

২। যাঁরা মাসিক ৮ ডলার দেবেন, তাঁরা দীর্ঘ ভিডিও এবং অডিও পোস্ট করার সুবিধা পাবেন। শুধু তা-ই নয়, যাঁরা বিনামূল্যে ট্যুইটার ব্যবহার করেন, তাঁদের তুলনায় অর্থের বিনিময়ে ট্যুইটার ব্যবহারকারীদের অর্ধেক বিজ্ঞাপন দেখতে হবে। এটি একটি খুব ভাল ফিচার হিসেবে প্রমাণিত হতে পারে।

আরও পড়ুন- কোহলির ঘরের ভিডিও ফাঁসের ঘটনা, অভিযুক্তদের বিরুদ্ধে নিজের সিদ্ধান্তের কথা জানালেন বিরাট

advertisement

আরও পড়ুন- শুধু বাংলাদেশকে হারানো নয়, সেমি ফাইনালে উঠতে হলে এই ৫টি বিষয় করতেই হবে ভারতকে

৩। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করা পাবলিশারদের কন্টেন্টের জন্য অর্থ প্রদান করতে হবে না ব্লু টিক-সহ ট্যুইটার ব্যবহারকারীদের। অর্থাৎ যে সব ব্যবহারকারী প্রতি মাসে ৮ ডলার প্রদান করেন, তাঁদের এই কন্টেন্টগুলির জন্য অর্থ প্রদান করতে হবে না। আর অন্য ব্যবহারকারীদের এই ধরনের কন্টেন্ট দেখার কিংবা পড়ার জন্য অর্থ প্রদান করতে হবে।

advertisement

৪। মাস্ক জানিয়েছে তাদের এই টাকা কন্টেন্ট ক্রিয়েটারদের উৎসাহিত করার জন্য ব্যবহার করা হবে।

মাস্ক আরও বলেছেন যে, ব্যবহারকারীদের কাছ থেকে হওয়া এই আয় ট্যুইটারের কন্টেন্ট ক্রিয়েটরদের আরও উৎসাহিত করার জন্যই ব্যবহার করা হবে। আর এই ভাবেই, ব্যবহারকারীরা চারটি উপায়ে ট্যুইটারে ব্লু টিকগুলির জন্য চার্জ করা পরিমাণের অতিরিক্ত সুবিধা পাবেন।

ভিডিও বার্তায় ব্যাখ্যা:

এই বিষয়ে একটি ভিডিও-ও পোস্ট করেছেন এলন মাস্ক। কেন তিনি মাসিক ৮ ডলার করে চার্জ ধার্য করতে চাইছেন, সেই বিষয়ে ব্যাখ্যা করেছেন ওই ভিডিওটিতে। ক্যাপশনে লিখেছেন, এই আইডিয়াটি সম্পূর্ণ রূপে মন্টি-পাইথনের ভিডিও থেকে চুরি করা হয়েছে, যেখানে লাঞ্ছনা এবং তর্কের জন্য চার্জ করা হয়ে থাকে।

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

সম্প্রতি ৪৪ বিলিয়ন ডলার ট্যুইটারকে সম্পূর্ণ ভাবে কিনে নিয়েছে মাস্ক। তার পর থেকেই তিনি নানা পরিবর্তন নিয়ে আসছেন। এখনও পর্যন্ত ইউজাররা বিনামূল্যেই ট্যুইট করতে পারেন এবং ব্লু টিক রাখতে পারেন। তবে খুব শীঘ্রই বদল আনা হবে বলে মনে করা হচ্ছে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ট্যুইটারে মাসে মাসে টাকা দিয়ে লাভ কি আদৌ হবে? এতে ব্যবহারকারীরা কী কী বিশেষ সুবিধা পাবেন? জানুন বিশদে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল