TRENDING:

প্রেমপত্রের প্রতি ছত্রে রোমাঞ্চের বুনন! ভ্যালেন্টাইন সপ্তাহেই ধোঁকা দিল ChatGPT

Last Updated:

এক সমীক্ষা থেকে জানা গিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার লেখা প্রেমপত্র দেখে বেশিরভাগ মানুষ বুঝতেই পারছেন না সেটি মানুষের লেখা না এআই-এর! এমনকী ইতিমধ্যেই বহু মানুষ প্রেমপত্র লিখে নিতে হাত পেতেছেন এআই-এর কাছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রেমের সপ্তাহেই ধোঁকা! আবেগ গদগদ চিঠি হাতে পেয়ে যদি লেখকের প্রেমে পড়ে যান, তা হলে ঠকতে হতে পারে। কারণ রক্ত মাংসের কোনও হাত বা ধূসর পদার্থের কোনও মস্তিষ্ক থেকে হয়তো আদৌ বের হয়নি ওসব কথা। সবটাই এআই-এর কারিগরি। পরিস্থিতি তেমন দিকে গড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রায় ৭৮ শতাংশ মানুষ পড়েছেন এমনই প্রেমের ফাঁদে। এক সমীক্ষা থেকে জানা গিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার লেখা প্রেমপত্র দেখে বেশিরভাগ মানুষ বুঝতেই পারছেন না সেটি মানুষের লেখা না এআই-এর! এমনকী ইতিমধ্যেই বহু মানুষ প্রেমপত্র লিখে নিতে হাত পেতেছেন এআই-এর কাছে।
advertisement

ChatGPT চালু হওয়ার পর থেকেই যাবতীয় আলো কেড়ে নিয়েছে। সব থেকে দ্রুত ১০০ মিলিয়ন সক্রিয় মাসিক ব্যবহারকারী পেয়ে গিয়েছে এই ChatGPT। আসলে এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে যে কোনও ব্যবহারকারী যে কোনও প্রশ্ন করলেই তার সদুত্তর লিখিত ভাবে দেওয়া হয়। কিন্তু সেই উত্তরদাতা কোনও সিধুজ্যাঠা নন। এই নতুন প্রযুক্তি এখন প্রায় প্রতিটি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার কাছ থেকেই মানুষ তার সব প্রশ্নের উত্তর পাচ্ছে।

advertisement

আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে একটি প্রেমপত্র, যার লেখক খোদ ChatGPT। আর তা নিয়ে ফের উত্তাল সোশ্যাল মিডিয়া। সব থেকে মজার কথা হল, মানুষ নিজেই বুঝতে পারছে না এই আবেগ ভরা প্রেমপত্রটি কোনও মানুষ লিখেছে নাকি কৃত্রিম বোধসম্পন্ন ChatGPT!

advertisement

আসলে, ম্যাকাফি প্রেমের সম্পর্কের উপর কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রভাব নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল। সমীক্ষায় ৭৮ শতাংশ ভারতী জানিয়েছেন, উক্ত প্রেমপত্রটি অবশ্যই কোনও মানুষের লেখা। শুধু তাই নয়, সমীক্ষা রিপোর্ট থেকে জানা গিয়েছে আরও চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে দাবি করা হয়েছে, সারা বিশ্বে প্রতি চারজন মানুষের মধ্যে একজন প্রেমের চিঠি লেখার জন্য দ্বারস্থ হচ্ছেন এআই-এর।

advertisement

এর আগে, একটি বিশ্ববিদ্যালয়ের পরিচালিত পরীক্ষায় দেখা গিয়েছিল ChatGPT মাত্র ২০ মিনিটে ২,০০০ শব্দের একটি নিবন্ধ লিখে ফেলেছে, সে বারই চমকে গিয়েছিলেন সকলে। এছাড়াও ChatGPT আমেরিকান ইউনিভার্সিটির এমবিএ, মেডিকেল এবং আইনের মতো পেশাদার বিষয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। শুধু তাই নয়, জানা গিয়েছে কিছু শিক্ষার্থী তাঁদের গবেষণাপত্র এবং বাড়ির কাজ সম্পূর্ণ করতেও দ্বারস্থ হয়েছে কৃত্রিম মেধার।

advertisement

আরও পড়ুন - পুরুষের পর্দাফাঁস! Facebook-এর এই গ্রুপে ‘ডার্টি সিক্রেট চালাচালি’ করেন মেয়েরা

ChatGPT কী?

ChatGPT হল একটি কৃত্রিম বুদ্ধিমত্তার টুল যা ব্যবহারকারীদের প্রশ্নের সহজ এবং সঠিক উত্তর দেয়। এটি এমন ভাবে তৈরি করা হয়েছে যা অবিকল মানুষের মতো সাড়া দিতে পারে। এটি একই শব্দের পুনরাবৃত্তি করতে পারে এবং ভুল হলে ক্ষমা চাইতেও পারে।

Google চালু করেছে Bard

এদিকে, Google তার নতুন এআই সার্ভিস Bard চালু করার ঘোষণা দিয়েছে। কিন্তু, এই নতুন চ্যাটবটের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে Google। আসলে, Bard, গুগলের মূল সংস্থা অ্যালফাবেট আইএনসি-এর নতুন চ্যাটবট, তার প্রচারমূলক ভিডিওতে ভুল তথ্য শেয়ার করেছে। এ কারণে সংস্থার বাজারমূল্যে ১০০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
প্রেমপত্রের প্রতি ছত্রে রোমাঞ্চের বুনন! ভ্যালেন্টাইন সপ্তাহেই ধোঁকা দিল ChatGPT
Open in App
হোম
খবর
ফটো
লোকাল