Oppo K7x ফোনের ডিসপ্লে ৬.৫ ইঞ্চি। এটি ফুল HD+ LCD ডিসপ্লে। ডিসপ্লে স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ Hz ও টাচ স্যাম্পলিং রেট ১৮০ Hz। এর পিক্সেল ডেনসিটি ৪০৫ ppi ও এর ব্রাইটনেশ ৬০০ nits। ফোনের ক্যামেরা পারফরম্যান্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে এ দিক থেকে এই ফোন কিন্তু বেশ সক্ষম। কারণ Oppo K7x-এর পিছনে থাকছে চারটি সেন্সর। এ ক্ষেত্রে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। এ ছাড়াও রয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
advertisement
ফোনের পারফরম্যান্স নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। Oppo K7x-এ রয়েছে MediaTek Dimensity 720 প্রসেসর। স্টোরেজ অপশনও বেশ ভালো। ৬ GB ব়্যামের পাশাপাশি ১২৮ GB বিল্ট-ইন স্টোরেজের সুবিধা মিলছে। ফোনের সফটওয়্যার নিয়ে যদি কোনও প্রশ্ন থাকে, তা হলে আগে-ভাগেই জেনে নিন, অ্যান্ড্রয়েড ১০ ভার্সনের ColorOS 7.2-তে চলছে এই ফোন। এই ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে নিশ্চিন্ত থাকুন। কারণ নতুন Oppo K7x -এ থাকছে ৫০০০ mAh ব্যাটারি। রয়েছে ৩০ w ফাস্ট চার্জিংয়ের সুবিধাও। ফোনের কানেক্টিভিটি ফিচারও মন্দ নয়। Oppo K7x -এ থাকছে ব্লুটুথ ৫.০। এর ডুয়াল মোড 5G সাপোর্ট বড় পাওনা। মিলছে একটি ৩.৫ mm হেডফোন জ্যাকও। এই সবের পাশাপাশি ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে।
কালো ও নীল রঙে পাওয়া যাচ্ছে এই ফোন। তবে বর্তমানে শুধু চিনেই বিক্রি হচ্ছে Oppo K7x। এই ফোন বিশ্ববাজারে কবে থেকে উপলব্ধ হবে, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। ফোনপ্রস্তুতকারী সংস্থার তরফেও এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।