TRENDING:

Oppo K 10: সস্তায় পুষ্টিকর ! Oppo K 10, এক নজরে দেখে নিন এই ফোনের পাঁচটি ফিচার

Last Updated:

Oppo K 10: ভারতের বাজেট ফোনের বাজারে এক নতুন প্রতিযোগিতা তৈরি করে ফেলেছে Oppo K 10 স্মার্টফোন। কারণ এটি বাজেটের মধ্যে একটি আধুনিক ও উন্নত স্মার্টফোন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতের বাজেট ফোনের বাজারে এক নতুন প্রতিযোগিতা তৈরি করে ফেলেছে Oppo K 10 স্মার্টফোন। কারণ এটি বাজেটের মধ্যে একটি আধুনিক ও উন্নত স্মার্টফোন। Oppo K10 ফোনের ৬জিবি (GB) র্যামের (RAM) মডেল পাওয়া যাচ্ছে ১৪,৯৯০ টাকায় এবং Oppo K10 ফোনের ৮জিবি র্যা মের মডেল পাওয়া যাচ্ছে ১৬,৯৯০ টাকায়। এই ফোনে রয়েছে আধুনিক এবং উন্নত ফিচার। এক নজরে দেখে নিন Oppo K10 ফোনের ৫টি সেরা ফিচার।
advertisement

Oppo K10 ফোনের ডিজাইন -

Oppo K10 হল ভারতের প্রথম K সিরিজের ফোন। Oppo K 10 ফোনে ব্যবহার করা হয়েছে রিয়ার প্যানেল এবং ডুয়াল টেক্সচার ফিনিশ। Oppo K10 ফোনের বটম রিয়ারে ব্যবহার করা হয়েছে কোর্স ফিনিশ, যা ফিঙ্গারপ্রিন্টের দাগ থেকে ফোনকে বাঁচাতে সাহায্য করবে। এ ছাড়াও Oppo K10 ফোনের অন্যদিকে ব্যবহার করা হয়েছে গ্লসি ফিনিশ। এই ফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ৩.৫এমএম (MM) অডিও জ্যাক এবং ইউএসবি-সি (USB-C) পোর্ট।

advertisement

Oppo K10 ফোনের ডিসপ্লে -

Oppo K10 ফোনে রয়েছে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি (HD+) প্লাস স্ক্রিন, যা অনেকটাই এলসিডি (LCD) স্ক্রিনের মত। এই এলসিডি ব্রাইটনেস সূর্যের আলোতে প্রায় ৬০০নিট এবং রিফ্রেশ রেট ৯০এইচজেড (90HZ)। Oppo K10 স্ক্রিনে ওটিটি (OTT) অ্যাপ স্ট্রিম করা যাবে ফুল এইচডি রেজোলিউশনে।

Oppo K10 ফোনের পারফর্মেন্স -

advertisement

Oppo K10 ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট। Oppo K10 ফোন গ্রিকবেঞ্চ সিপিইউ বেঞ্চমার্কে ৩৬৮ পয়েন্ট পেয়েছে। সুতরাং Oppo K10 ফোনের পারফর্মেন্স এই দামের মধ্যে অন্য ফোনের থেকে অনেকটাই উন্নত। Oppo K10 ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ বেসড কালারওএস ১১ ভার্সন। Oppo K 10 ফোনে ৮জিবি র্যা ম থাকলেও তা আরও বাড়ানো অপশন রয়েছে।

advertisement

আরও পড়ুন: দুর্ঘটনায় তাৎক্ষণিক পরিষেবা, অ্যাপল আনছে কার ক্র্যাশ ডিটেকশন ফিচার!

Oppo K10 ফোনের ব্যাটারি -

Oppo K10 ফোনে রয়েছে উন্নতমানের ব্যাটারি। এই ফোনে একবার চার্জ দিলে অনায়াসে একদিন পুরো কাটানো যাবে। এই দামের মধ্যে Oppo K10 ফোনে ব্যবহার করা হয়েছে সব থেকে উন্নতমানের ব্যাটারি। বাজারে এই একই দামের অন্য ফোনের মধ্যে এমন ব্যাটারি খুবই কম রয়েছে।

advertisement

Oppo K10 ফোনের ক্যামেরা -

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Oppo K10 ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এ ছাড়াও Oppo K10 ফোনে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা যা ম্যাক্রো ফটোগ্রাফি করতে সাহায্য করবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Oppo K 10: সস্তায় পুষ্টিকর ! Oppo K 10, এক নজরে দেখে নিন এই ফোনের পাঁচটি ফিচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল