সূত্র মারফত জানা গিয়েছে যে, ঘড়িটি দু'টি ভিন্ন শেপে আসতে চলেছে। আপাতত ভাবে রেকট্যাঙ্গুলার বা আয়তক্ষেত্রাকার এবং সার্কুলার বা বৃত্তাকার শেপে আসতে চলেছে। সার্কুলার শেপে ওয়াচ দু'টি তাৎক্ষণিক ভাবে একই রকমের দেখতে হলেও সূক্ষ্ম পার্থক্য রয়েছে। এখনও পর্যন্ত যা খবর মিলছে তাতে, রেকট্যাঙ্গুলার শেপে গ্রাহকরা দু'টি অপশন পাবেন এবং সার্কুলার শেপে তাঁরা তিনটি পর্যন্ত ভিন্ন ভিন্ন ডিজাইনের নর্ড ওয়াচ পাবেন। এতে রেন্ডারের ডানদিকে দু'টি বাটন সহ একটি সার্কুলার ওয়াচ ও ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের পাশে বড় সাইজের একটি বেজেলও রয়েছে। তিন নম্বর সার্কুলার ডিভাইসটিতে বেজেল ছাড়া মাত্র একটি বটন রয়েছে। তবে দুঃখের বিষয় এখনও পর্যন্ত ব্যাটারি পাওয়ার, কোন প্ল্যাটফর্মে চলবে বা অন্যান্য টেকনিক্যাল বিষয় নিয়ে কিছুই তেমন জানা যায়নি।
advertisement
রেকট্যাঙ্গুলার শেপের ভ্যারিয়েন্টগুলিতে ডানদিকে সিঙ্গেল বাটন সহ লগ ডিজাইন করা রয়েছে। 240 x 240px এবং 390 x 390px ডিসপ্লে সহ সার্কুলার মডেলগুলিতে স্ক্রিন রেজোলিউশনও রয়েছে। অন্য দিকে, রেকট্যাঙ্গুলার মডেলগুলিতে 240 x 280px বা 368 x 448px ডিসপ্লে সহ স্ক্রিন রেজোলিউশন রয়েছে।
এখনও পর্যন্ত দামের বিষয়ে তেমন কিছু জানা যায়নি তবে, খুব সম্ভবত দু'টি সেটের দামই ভারতীয় মুদ্রায় ৫ হাজারের কাছাকাছি থাকবে। তবে OnePlus Watch-এর প্রাথমিক মূল্য ছিল $১৫৯ ছিল, তা বিবেচনা করেই এই Nord সিরিজের জন্য উল্লেখযোগ্য ভাবে অত্যন্ত কম দামে এগুলিকে বাজারে আনা হবে। কোম্পানির কথায়, ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণই তাদের প্রাথমিক লক্ষ্য। এর আগেও ওয়ানপ্লাস ওয়াচ নিয়ে ব্যবহারকারীদের প্রত্যাশা তুঙ্গে ছিল। তাই এবার কোম্পানি সব দিক থেকে ক্রেতাদের প্রত্যাশা পূরণ করতে বদ্ধপরিকর।