OnePlus TV Y17 Pro এর ফিচার -
৫০ ইঞ্চির OnePlus TV Y17 Pro তে রয়েছে ৪K ইউএইচডি ডিসপ্লে। এর ফলে OnePlus –এর নতুন স্মার্ট টিভিতে পাওয়া যাবে অতিরিক্ত স্বচ্ছতা এবং উন্নত ভিস্যুয়াল। ৫০ ইঞ্চির প্যানেলে রয়েছে ১০ বিট কালার ডেপথ ফিচার যা সাপোর্ট করে বিলিয়নের উপরে কালার। এ ছাড়াও OnePlus TV Y17 Pro টিভিতে রয়েছে এইচডিআর১০ প্লাস, এইচডিআর১০ এবং এইচএলজি ফরম্যাট। OnePlus TV Y17 Pro টিভিতে রয়েছে গামা ইঞ্জিন ফিচার। যা সাহায্য করে ভাইব্র্যান্ট কালার এবং ডায়নামিক কন্ট্রাস্টে। এ ছাড়াও OnePlus TV Y17 Pro এর ৫০ ইঞ্চির টিভিতে রয়েছে এমইএমসি টেকনোলজি। OnePlus TV Y17 Pro টিভিতে রয়েছে দুটি স্পিকার যার টোটাল আউটপুট হল ২৪W।
advertisement
আরও পড়ুন: শোয়ের নাম কেন 'কফি উইথ করণ'? নিজে খান তো কফি? কী বলছেন করণ জোহর?
৫০ ইঞ্চির OnePlus TV Y17 Pro তে রয়েছে অটো লো ল্যাটেন্সি মোড, যা গেম খেলার ক্ষেত্রে কাজে লাগবে। এছাড়াও OnePlus TV Y17 Pro টিভিতে রয়েছে মাল্টিকাস্ট এবং গুগল ডুও সাপোর্ট। এ ছাড়াও এই টিভিতে রয়েছে কিডস মোড, যাতে রয়েছে বয়সভিত্তিক কনটেন্ট। এ ছাড়াও OnePlus TV Y17 Pro টিভিতে রয়েছে ইকোসিস্টেম ফিচার। এটি কানেক্ট করা যাবে OnePlus বাডসের সঙ্গে।
OnePlus TV Y17 Pro এর দাম -
জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা অ্যামাজনে ৫০ ইঞ্চির OnePlus TV Y17 Pro টিভির দাম ৩২,৯৯৯ টাকা। এ ছাড়াও OnePlus ইন্ডিয়ার অনলাইন স্টোরেও পাওয়া যাচ্ছে এই টিভি। এই দামে ৭ জুলাই থেকেই পাওয়া যাবে OnePlus TV Y17 Pro টিভি। এই লঞ্চ অফার ছাড়াও রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের গ্রাহকদের জন্য ৩,০০০ টাকার ছাড়। এই টিভি কেনা যেতে পারে ৯ মাসের নো কস্ট ইএমআই অপশনে।