অ্যান্ড্রয়েড ১১ আপডেট করার আগে ইউজাদের কিছু জরুরি তথ্যের খেয়াল রাখতে হবে। কোম্পানি জানিয়েছে যে, স্মার্টফোনটি আপডেট করার সময় ব্যবহারকারীদের নিশ্চিত করতে হবে যে ফোনের ব্যাটারি যেন ৩০ শতাংশের উপরে থাকে, সেই সঙ্গে ফোনে ৩জিবির বেশি স্টোরেজও থাকতে হবে। এর পরেই যেন ব্যবহারকারীরা ফোন আপডেট করে। আপডেট হওয়ার পরে ওয়ানপালস ডিভাইসে সিস্টেম অপটিমাইজেশনর সঙ্গে নতুন ইন্টারফেস, ডায়নামিক্স ওয়েদার ইউআই, গেমিং টুল আর নোটিফিকেশন সেটিংস-সহ অনেক নতুন ফিচার যুক্ত হবে।
advertisement
আপনিও যদি OnePlus 8 Pro আর OnePlus 8 ইউজার হন তাহলে নিজেই চেক করে পারেন যে আপনি নতুন আপডেট পেয়েছেন কিনা। এর জন্য আপনাকে ডিভাইসের সেটিংসে যেতে হবে। এর পর সিস্টেম আপডেটস এ ট্র্যাপ করুন। যদি আপনার ফোনে আপডেট এসে থাকে তাহলে এখানে ডাউনলোড অ্যান্ড আপডেট লেখা থাকবে। আপনি ফাইলটি ডাউনলোড করে আপডেট করে নিতে পারবেন। এই ফাইলটির সাইজ প্রায় ২.৮জিবি।
OnePlus 8 Pro আর OnePlus 8-এর পরে কোম্পানি OnePlus 7T Pro, OnePlus 7T, OnePlus 7 Pro, OnePlus 7, OnePlus 6T, OnePlus 6, আর OnePlus Nord ডিভাইসগুলির জন্য অ্যান্ড্রয়েড ১১ এর আপডেট রোলআউট করবে।