OnePlus 15 ক্যামেরা:
OnePlus 15-এর ক্যামেরা মডিউল অবশেষে ৩ বছর এবং তিনটি প্রজন্মের পরে পরিবর্তিত হচ্ছে। এবার এই স্মার্টফোনটিতে রাউন্ড মডিউলের পরিবর্তে একটি স্কোয়্যার ক্যামেরা মডিউল আনা হচ্ছে। এই ক্যামেরা মডিউলটি অনেকটা OnePlus 13s-এর মতোই। এই ফোনের ক্যামেরা মডিউলে থাকতে চলেছে একটি ৫০ মেগাপিক্সেলের মেন সেন্সর, একটি আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি পেরিস্কোপ-স্টাইল টেলিফটো সেন্সর।
advertisement
আরও পড়ুন: সারা রাত ধরে WiFi চালিয়ে রাখছেন? কত পরিমাণ বিদ্যুৎ অপচয় হয়, জানেন কি?
OnePlus 15-এর প্রসেসর এবং ব্যাটারি:
Digital Chat Station-এর লিক থেকে জানা যাচ্ছে যে, OnePlus 15-এ থাকতে পারে নতুন Qualcomm Snapdragon 8 Elite 2 প্রসেসর। এই প্রসেসরটি চলতি বছরে বাজারে আসতে চলেছে। এরপরেই আত্মপ্রকাশ করবে OnePlus 15। Qualcomm-এর নতুন চিপসেটটি একটি কাস্টম Oryon CPU এবং Adreno 840 GPU-র সঙ্গে আসতে পারে। এতে থাকবে ১৬ এমবি-র ডেডিকেটেড cache। যা স্পিড এবং গ্রাফিক্স হ্যান্ডেলিং উন্নত করবে।
ব্যাটারির দিক থেকে সত্যিকারের ফ্ল্যাগশিপ হতে চলেছে OnePlus 15। এই স্মার্টফোনে থাকবে একটি 7,000mAh ব্যাটারি। আর ফ্ল্যাগশিপ ডিভাইসে এটাই সবথেকে বড় ক্ষমতার স্মার্টফোনের মধ্যে অন্যতম হবে। চার্জিং স্পিড ১০০ ওয়াট পর্যন্ত হতে পারে। নাহলে ডিভাইসে হিটিংয়ের সমস্যা আসতে পারে।
One Plus 15 সম্ভাব্য ডিসপ্লে:
One Plus 15-র ডিসপ্লেতেও আসতে চলেছে উল্লেখযোগ্য আপডেট। স্মার্টফোনে থাকতে পারে একটি ফ্ল্যাট 1.5 K ডিসপ্লে। সঙ্গে থাকবে স্বল্প বেজেল। এটা হতে পারে LIPO ডিসপ্লে প্যাকেজিংয়ের দরুন। প্রযুক্তির দিক থেকে ট্র্যাডিশনাল প্রোটেক্টিভ কম্পোনেন্টের পরিবর্তে লিক্যুইড পলিমার মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে। যার জেরে বেজেলটি আরও পাতলা হয়েছে। ফলে বাড়বে এর স্থায়িত্ব এবং ম্যানুফ্যাকচারিং এফিশিয়েন্সি।
OnePlus 15-এর সম্ভাব্য দাম:
Digital Chat Station-এর Weibo পোস্টে বলা হয়েছে যে, অক্টোবর মাসেই লঞ্চ হতে চলেছে OnePlus 15। তবে ২০২৬ সালের গোড়ার দিকে এর গ্লোবাল লঞ্চ হতে পারে। কোম্পানির গত বারের ফ্ল্যাগশিপ ফোন OnePlus 13-এর 12 + 256 GB ভ্যারিয়েন্টের দাম শুরু হয়েছিল ৬৯৯৯৯ টাকা থেকে। ফলে নতুন মডেলের দামও একই প্রিমিয়াম রেঞ্জের মতোই থাকবে বলে আশা।