TRENDING:

২০২৪-এর শেষ দিকে লঞ্চ করবে OnePlus 13! কী কী ফিচার থাকতে পারে? জেনে নিন এখনই

Last Updated:

নেট দুনিয়ায় OnePlus-এর এই ফ্ল্যাগশিপ ফোন নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। উইবো-তে এক টিপস্টার ডিসপ্লে স্পেসিফিকেশন নিয়ে নানা দাবি করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চলতি বছরের শেষ দিকে বাজারে আসতে চলেছে OnePlus 13। কিন্তু তার আগেই নেট দুনিয়ায় OnePlus-এর এই ফ্ল্যাগশিপ ফোন নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। উইবো-তে এক টিপস্টার ডিসপ্লে স্পেসিফিকেশন নিয়ে নানা দাবি করেছেন। তাঁর মতে, OnePlus 13-এ ৬.৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে, একেবারে OnePlus 12-র মতো।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আসন্ন OnePlus 13 কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 এসওসি চালিত হতে চলেছে বলে জানা গিয়েছে। বলে রাখা ভাল, OnePlus 12 জানুয়ারিতে Qualcomm-এর Snapdragon 8 Gen 3 SoC এর সঙ্গে লঞ্চ হয়েছিল। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছে যে OnePlus 13-এ 2K রেজোলিউশন-সহ 6.8 ইঞ্চি মাইক্রো-কার্ভড LTPO স্ক্রিন থাকবে। শুধু তাই নয়, কিছু সাধারণ অদলবদল ছাড়া ডিসপ্লের আকার হবে অবিকল OnePlus 12-র মতো।

advertisement

OnePlus 13-এর ডিজাইনে বড়সড় বদল আসতে চলেছে বলে জানা গিয়েছে। থাকতে পারে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর আগে অপটিক্যাল স্ক্যানার ছিল। ফলে উল্লেখযোগ্য আপগ্রেড হতে চলেছে, বলতেই হয়। টিপস্টারের এর দাবি, OnePlus 13-এ Snapdragon 8 Gen 4 SoC এবং পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে।

আরও পড়ুন: বাজেটে ফ্ল্যাগশিপ ফোন চাই? ২০২৪-এও কিনতে পারেন পুরনো জেনারেশনের এই ৫ স্মার্টফোন

advertisement

আরও পড়ুন: এসএমএসে স্প্যাম লিঙ্ক খুলতে গেলেই সতর্ক করবে গুগল মেসেজিং অ্যাপ, আসছে নয়া ফিচার

এর আগেই OnePlus 13-এর একাধিক ফিচার নিয়ে বিভিন্ন দাবি করা হয়েছে। মোটামুটি সবাই একটা বিষয়ে একমত যে হ্যাসেলব্লাড-ব্র্যান্ডেড ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে। ক্যামেরা ইউনিটে একটি আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি টেলিফটো সেন্সরের পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা থাকবে।

advertisement

২০২৪-এর শেষ দিকে ধুমধাম করে আনুষ্ঠানিক লঞ্চ হতে পারে OnePlus 13-এর। জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল OnePlus 12। 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ বেস মডেলের দাম ৬৪,৯৯৯ টাকা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

OnePlus 12-এ 6.82-ইঞ্চি কোয়াড-এইচডি+ (1,440 x 3,168 পিক্সেল) LTPO 4.0 AMOLED স্ক্রিন রয়েছে এবং এটি Qualcomm-এর Snapdragon 8 Gen 3 SoC-তে চলে। এটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার নেতৃত্বে রয়েছে 50 মেগাপিক্সেল Sony LYT-808 ক্যামেরা। ফোনে 32 মেগাপিক্সেনের সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে। এবং 100W সুপারভিওওসি চার্জিং-সহ 5,400mAh ব্যাটারি সমর্থিত।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
২০২৪-এর শেষ দিকে লঞ্চ করবে OnePlus 13! কী কী ফিচার থাকতে পারে? জেনে নিন এখনই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল