Best Old Flagship Phones: বাজেটে ফ্ল্যাগশিপ ফোন চাই? ২০২৪-এও কিনতে পারেন পুরনো জেনারেশনের এই ৫ স্মার্টফোন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Sanchari Kar
Last Updated:
Best Old Flagship Phones: লেটেস্ট ভার্সনের প্রায় সমস্ত ফিচারই এতে থাকে, দামও কিছুটা সস্তা হয়। তাছাড়া সফটওয়্যার আপডেট করে নিলেই পুরনো জেনারেশনের ফ্ল্যাগশিপ ফোনে নতুন জেনারেশনের ফিচার চলে আসবে।
advertisement
ঠিক এই মুহূর্তে ‘এন্ট্রি’ নেয় পুরনো ফ্ল্যাগশিপ ফোন। লেটেস্ট ভার্সনের প্রায় সমস্ত ফিচারই এতে থাকে, দামও কিছুটা সস্তা হয়। তাছাড়া সফটওয়্যার আপডেট করে নিলেই পুরনো জেনারেশনের ফ্ল্যাগশিপ ফোনে নতুন জেনারেশনের ফিচার চলে আসবে। পুরনো জেনারেশনের যে ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ২০২৪ সালে দাঁড়িয়েও কেনা যায়, তার তালিকা রইল এখানে।
advertisement
advertisement
advertisement
advertisement
OnePlus 11: লঞ্চের সময়ই বলা হয়েছিল, OnePlus 11 স্মার্টফোন কিনলে টাকা জলে যাবে না। বর্তমানে দাম আরও কমেছে। এখন পাওয়া যাচ্ছে ৪৯,৯৯৯ টাকায়। এতে রয়েছে হাসেলব্লাড-টিউনড ক্যামেরা সেটআপ। 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। Snapdragon 8 Gen 2 SoC দ্বারা চালিত। এতে প্রিমিয়াম গ্লাস-মেটা স্যান্ডউইচ বিল্ড রয়েছে।
advertisement








