ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে, OnePlus 12R ফোনটি সম্ভবত OnePlus Ace 3-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে চলেছে। টিপস্টার ঈশান আগরওয়াল ডিভাইসটির একটি ছবি এবং একটি ভিডিও টিজার ফাঁস করেছেন। সেখানেই দেখা গিয়েছে, এটি দুটি রঙে পাওয়া যেতে পারে, কালো এবং নীল। ঈশান দাবি করেছেন, শুধুমাত্র এই দু’টি রঙই ভারতে আনা হবে। এছাড়া আরও একটি রঙ ‘মিঙ্গিশা গোল্ড’-এ পাওয়া যাবে এই ফোন, তবে তা ভারতে মিলবে না।
advertisement
ডিজাইনের ক্ষেত্রে মনে করা হচ্ছে, OnePlus 11R-এর মতোই দেখতে হবে এই ফোনটি। তবে রিপোর্টগুলি থেকে জানা যায় যে ডিভাইসটি OnePlus 11R-এর মতো প্লাস্টিকের হবে না। বরং এতে থাকতে পারে একটি ধাতব ফ্রেম এবং পিছনে থাকবে কাচের মতো স্বচ্ছ প্যানেল।
আরও পড়ুন: হাতে আর মাত্র কয়েকটা দিন! এই কাজগুলি না সেরে নিলে নতুন বছরে বিপদে পড়বেন আপনিও
স্পেসিফিকেশনের বিষয়ে যতটুকু জানা গিয়েছে, OnePlus 12R-এর রিফ্রেশ রেট হতে পারে ১২০Hz। সঙ্গে থাকবে ৬.৭৮-ইঞ্চি OLED প্যানেল। এটি Qualcomm Snapdragon 8 Gen 2 SoC দ্বারা চালিত হবে বলেই মনে করা হচ্ছে। OnePlus 11-ও এই প্রসেসরে চালিত। এতে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল Sony IMX890 সেন্সর-সহ ট্রিপল ক্যামেরা সেট-আপ। একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরাও থাকতে পারে।আগামী ৪ জানুয়ারি ডিভাইসটি প্রথম লঞ্চ করবে চিনের বাজারে। তারপরে ২৩ জানুয়ারি সারা বিশ্বের সঙ্গে ভারতেও লঞ্চ করা হবে।