TRENDING:

Cheapest 5G Smartphone: ভারতে সবচেয়ে সস্তার 5G স্মার্টফোন! এসে গিয়েছে Realme 12x 5G, দাম ও ফিচার শুনে চমকে যাবেন

Last Updated:

Cheapest 5G Smartphone: Realme 12x 5G ভারতে সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এর ফিচারের সমস্ত খুঁটিনাটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জনপ্রিয় Realme ব্র্যান্ড ভারতে তাদের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন চালু করেছে। বাজারের চাহিদা মেটাতে নতুন 12x 5G স্মার্টফোনটির দাম ১১,০০০ টাকার নিচে রাখা হয়েছে। নতুন স্মার্টফোনটি লাভা, পোকো, ইনফিনিক্স এবং টেকনোর মতো বিদ্যমান বাজেট-বান্ধব 5G ব্র্যান্ডগুলির বিরুদ্ধে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। Realme 12x 5G ভারতে সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এর ফিচারের সমস্ত খুঁটিনাটি।
ভারতে সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন? এসে গিয়েছে Realme 12x 5G, জেনে নিন ফিচার ও দাম
ভারতে সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন? এসে গিয়েছে Realme 12x 5G, জেনে নিন ফিচার ও দাম
advertisement

Realme 12x 5G ফোনের দাম –

সবচেয়ে সস্তা Realme 12x 5G স্মার্টফোন তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে –

– ১১,৯৯৯ টাকায় ৪GB RAM এবং ১২৮GB স্টোরেজ

– ১৩,৪৯৯ টাকায় ৬GB RAM এবং ১২৮GB স্টোরেজ

– ১৪,৯৯৯ টাকায় ৮GB RAM এবং ১২৮GB স্টোরেজ

যাঁরা ডিভাইসটি কিনতে ইচ্ছুক তাঁরা নতুন Realme ডিভাইস কেনার জন্য ১,০০০ টাকার তাৎক্ষণিক ব্যাঙ্ক ছাড় পেতে পারেন। Realme 12x 5G দুটি রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। সেই দুটি ভ্যারিয়েন্ট হল টুইলাইট পার্পল, উডল্যান্ড গ্রিন।

advertisement

বিক্রয় বিবরণ –

নতুন Realme 12x 5G স্মার্টফোনের সেল ২ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত Flipkart এবং Realme-এর ই-স্টোরের মাধ্যমে শুরু করা হয়েছে।

Realme 12x 5G ফোনের ফিচার –

Realme 12x 5G ফোন একটি ৬.৭২-ইঞ্চির FHD+ ডিসপ্লে এবং একটি ১২০Hz উচ্চ রিফ্রেশ রেট সহ আসে। এই ফোন MediaTek Dimensity ৬১০০+ ৫জি চিপসেট দ্বারা চালিত, হ্যান্ডসেটটিতে ৮GB + ৮GB ডায়নামিক র‍্যাম, ১২৮GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং এটি Android 14 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে Realme UI 5.0-এ চলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ক্যামেরার সামনে, ডিভাইসটি একটি ডুয়াল ক্যামেরা সেটআপ সমর্থন করে। এতে একটি ৫০-মেগাপিক্সেলের প্রধান শ্যুটার এবং একটি ২-মেগাপিক্সেল সেকেন্ডারি শ্যুটার রয়েছে। সামনে একটি ৮-মেগাপিক্সেলের শ্যুটার ব্যবহার করা হয়েছে। একটি ৫০০০mAh ব্যাটারি দ্বারা সমর্থিত, নতুন Realme 12x 5G একটি ৪৫W SuperVOOC দ্রুত চার্জিং সমর্থন করে৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Cheapest 5G Smartphone: ভারতে সবচেয়ে সস্তার 5G স্মার্টফোন! এসে গিয়েছে Realme 12x 5G, দাম ও ফিচার শুনে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল