নতুন ফিচারের ফলে তাঁরা অ্যাপের নেটিভ ইন্টারফেসেই রিলস দেখতে পাবেন। 9to5Mac-র একটি রিপোর্ট বলছে, এই ফিচারটি তৈরি হয়েছে Apple-এর App Clips-এর উপর ভিত্তি করে। যা ২০২১ সালে iOS 14-র সঙ্গে চালু করেছিল সংস্থা। App Clips হল অ্যাপের মিনি ভার্সন।
আরও পড়ুন: Google-এ আসছে বড় পরিবর্তন! সাইন ইন পেজে আসছে নতুন ডিজাইন
advertisement
পুরো অ্যাপ ডাউনলোড না করেই তা অ্যাকসেস করা যাবে। মূলত ব্যবহারকারীরা যাতে নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারেন, তার জন্যই এই ফিচারটি ডিজাইন করতে হবে। আর এই নির্দিষ্ট কাজগুলির মধ্যে অন্যতম হল – দ্রুত এবং সহজে পেমেন্ট করা কিংবা বাইক ভাড়া দেওয়া ইত্যাদি।
রিপোর্ট অনুযায়ী, নিজেদের অ্যাপ ভার্সন ৩১৯.০.২-এ অ্যাপ ক্লিপ যোগ করেছেন Instagram। যা আপাতত TestFlight-এর মাধ্যমে বিটা টেস্টাররা পাচ্ছেন। যেসব ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, তাঁরা iMessage বা অন্যান্য অ্যাপের মাধ্যমে শেয়ার করা রিলের একটি লিঙ্কে ক্লিক করে App Clip-টি ট্রিগার করতে পারেন। Instagram অ্যাপের নেটিভ UI-এ রিল দেখার অনুমতি দেয় App Clip। এখানেই শেষ নয়, অন্যান্য জনপ্রিয় ভিডিও স্ক্রল করা এবং অন্যদের সঙ্গে শেয়ার করারও অনুমতি দেয় এই নয়া ফিচার।
যদিও ৬টি রিল দেখার পরে Instagram অ্যাপটি ডাউনলোড করার নির্দেশ দেয় App Clip। তবে সবথেকে বড় কথা হল, শর্ট ভিডিও-র ক্ষেত্রে Instagram-এর মূল প্রতিদ্বন্দ্বী TikTok-ও একটি App Clip ব্যবহার করে। যাতে নন-ইউজাররাও তাদের কন্টেন্ট দেখতে পান।
এনএফসি ট্যাগ, কিউআর কোড অথবা শেয়ার করা লিঙ্কের মতো বিভিন্ন পদ্ধতিতে App Clip-গুলি চালু করা যেতে পারে। একবার ব্যবহার শুরু করলে স্ক্রিনের একেবারে নিচের দিকে একটি ছোট উইন্ডো খুলে যাবে। যেখানে দেখা যাবে অ্যাপের নাম এবং একটি বাটন খুলে যাবে। ব্যবহারকারী যদি একবার ওপেন বাটনটির উপর আঙুল ছোঁয়ান, তাহলে ফুল স্ক্রিনে App Clip খুলে যায়। ফলে ব্যবহারকারী নিজের কাজ করতে পারেন। খোলার পরে App Clip আট ঘণ্টা পর্যন্ত নোটিফিকেশন পাঠাতে পারেন।