২০২৪ সালেই লঞ্চ হয়েছিল ওলা-এর রোডস্টার মডেল। কিন্তু তখন ডেলিভারি শুরু হয়নি। পরে কোম্পানির তরফে জানা হয়, এগুলো প্রি প্রোডাকশন মডেল ছিল। প্রোডাকশন মডেল তৈরি হয়ে গেলে আসল লঞ্চ হবে।
আরও পড়ুন- মহাকুম্ভে আগত পুণ্যার্থীদের নিরাপত্তার স্বার্থে Maha Kumbh Shield চালু! জেনে নিন খুঁটিনাটি
রোডস্টারের বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে। ব্যাটারি অপশন আলাদা। গত বছর ৩টি ব্যাটারি অপশনে রোডস্টার লঞ্চ করেছিল ওলা। 2.5kWh, 3.5kWh এবং 4.5kWh। 2.5kWh ব্যাটারি ভেরিয়েন্টের দাম 74,999 (এক্স-শোরুম, বেঙ্গালুরু) টাকা। 3.5kWh ব্যাটারি ভেরিয়েন্ট বিক্রি হচ্ছে 84,999 (এক্স-শোরুম, বেঙ্গালুরু) টাকায়। আর 4.5kWh ব্যাটারি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 99,999 (এক্স-শোরুম, বেঙ্গালুরু) টাকা।
advertisement
এবার রয়েছে রোডস্টার এক্স ভেরিয়েন্ট। এই মডেলের তিনটি ব্যাটারি ভেরিয়েন্ট রয়েছে 3kWh, 4.5kWh এবং 6kWh। 3kWh ব্যাটারি ভেরিয়েন্টের দাম 1.05 লাখ টাকা। 4.5kWh ব্যাটারি ভেরিয়েন্টের মডেলের দাম রাখা হয়েছে 1.20 লাখ টাকা। এবং 6kWh ব্যাটারি ভেরিয়েন্ট বিক্রি হবে 1.40 লাখ টাকায়।
রোডস্টার এক্স-এর প্রি-প্রোডাকশন মডেলে একাধিক রাইডিং মোড দেখা গিয়েছে। এতে থাকছে Move OS 5 চালিত 4.3 ইঞ্চির এলসিডি ডিসপ্লে। যেখানে হাইটেক রিজেন, ক্রুজ কন্ট্রোল, DIY মোড, টিপিএমএস অ্যালার্ট, ওটিএ আপডেট, ডিজিটাল কি আনলক এবং ওলা ইলেকট্রিক অ্যাপ কানেকশনের সুবিধাও থাকছে। এছাড়াও এতে ওলা ম্যাপস নেভিগেশন (টার্ন-বাই-টার্ন) সাপোর্টও দেওয়া হয়েছে। যাতে রাস্তা চিনতে চালকের কোনও অসুবিধা না হয়।
আরও পড়ুন- যাত্রী নিরাপত্তা সবার আগে…! লোকো পাইলটদের জন্য এল রেলের এক বিরাট নির্দেশ! জানুন
অন্য দিকে, রোডস্টার হাইপার, স্পোর্টস, নর্মাল এবং ইকো – এই চারটি রাইডিং মোড থাকছে। দেওয়া হয়েছে 6.8 ইঞ্চির টিএফটি টাচস্ক্রিন, যাতে থাকছে প্রক্সিমিটি আনলক, ক্রুজ কন্ট্রোল, পার্টি মোড এবং ট্যাম্পার অ্যালার্টের মতো স্মার্ট ফিচার। এই মডেলে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ভিত্তিক একাধিক ফিচারও দেওয়া হয়েছে। যেমন স্মার্টওয়াচ অ্যাপ, রোড ট্রিপ প্ল্যানার এবং আর্টিফিসিয়াল ভয়েস অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি।
এতে ব্রেক বাই ওয়্যার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ব্রেক বাই ওয়্যার প্রযুক্তিতে থাকা পেটেন্টেড ব্রেক সেন্সর শুধু ব্রেকিং প্যাটার্ন শনাক্ত করে না জরুরি পরিস্থিতিও বুঝতে পারে। এটি মেকানিক্যাল ও ইলেকট্রনিক ব্রেকিং তৈরি করে, ফলে গাড়ির কাইনেটিক এনার্জি বিদ্যুতে রূপান্তরিত হয়ে ব্যাটারি চার্জ করে।