Mahakumbh 2025: মহাকুম্ভে আগত পুণ্যার্থীদের নিরাপত্তার স্বার্থে Maha Kumbh Shield চালু! জেনে নিন খুঁটিনাটি
- Published by:Sanchari Kar
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Mahakumbh 2025: বিপুল এই সমাগমে ইউপিআই সিস্টেমকে কোনও রকম সাইবার আক্রমণ এবং সাইবার জালিয়াতির হাত থেকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মহাকুম্ভ ২০২৫-এ যোগ দিতে পবিত্র প্রয়াগ শহরে প্রচুর দর্শনার্থীর সমাগম হয়েছে। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। প্রায় ৪৫০ মিলিয়নের বেশি ভক্ত প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সেরেছেন। এমনকী মহাকুম্ভে যোগ দিয়েছেন দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, তারকা থেকে শুরু করে খ্যাতনামা ব্যক্তিত্বরা। সামিল হয়েছিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
এদিকে মহাকুম্ভে পেমেন্টের সুবিধার জন্য ভারতের বিখ্যাত ফিনটেক কোম্পানি BharatPe লঞ্চ করেছে Maha Kumbh Shield’। আসলে বিপুল এই সমাগমে ইউপিআই সিস্টেমকে কোনও রকম সাইবার আক্রমণ এবং সাইবার জালিয়াতির হাত থেকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
Maha Kumbh Shield আসলে কী?
advertisement
প্রয়াগরাজে মহাকুম্ভ ২০২৫-এ আগত দর্শনার্থী ইউপিআই ব্যবহারকারীদের সুরক্ষার জন্য গ্রহণ করা জরুরি পদক্ষেপ হল Maha Kumbh Shield। আসলে এখানে এখন দৈনিক প্রচুর লেনদেন হচ্ছে। ফলে সাইবার জালিয়াতি এবং স্ক্যামের ঝুঁকিও রয়েছে তুঙ্গে। তাই ২৫০০০ টাকা পর্যন্ত প্রত্যেক ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ফ্রি প্রোটেকশন দেবে BharatPe-র Maha Kumbh Shield প্ল্যান। আর এত বড় কর্মযজ্ঞে এটা খুবই সুবিধাজনক। কারণ বহু মানুষই ক্যাশলেস পেমেন্টের জন্য এর উপরেই নির্ভর করে থাকেন। মূলত ফিশিং স্ক্যাম, সাইবার ফ্রড এবং ভুলভাল লেনদেনের হাত থেকে ইউজারদের বাঁচাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
advertisement
Maha Kumbh Shield-এর ফিচার এবং সুবিধা:
২৪x৭ সুরক্ষা:
জালিয়াতি কিংবা লেনদেন সংক্রান্ত সমস্যার জন্য ২৪x৭ কাস্টমার সাপোর্ট দেবে এই Maha Kumbh Shield। BharatPe এটা নিশ্চিত করেছে যে, ব্যবহারকারীরা যেন যত দ্রুত সম্ভব সাহায্য পান।
ফাস্ট ফ্রড ক্লেম:
কোনও BharatPe গ্রাহক জালিয়াতির শিকার হলে জালিয়াতির লেনদেন সংক্রান্ত ক্লেম ফাইল করতে পারবেন তিনি। আর টাকা ফিরে পাবেন দিন দশেকের মধ্যেই।
advertisement
প্রথম মাসের জন্য ফ্রি:
Maha Kumbh Shield প্ল্যান লঞ্চের সময় প্রথম মাসের জন্য ব্যবহারকারীরা কোনও চার্জ ছাড়াই এটা ব্যবহার করতে পারবেন। এরপর থেকে ব্যবহার করতে গেলে মাসিক ১৯ টাকা করে দিতে হবে।
ইউপিআই লেনদেনের জন্য Maha Kumbh Shield অ্য়াক্টিভেট করার উপায়:
১. প্রথমে BharatPe ডাউনলোড করতে হবে।
২. প্রয়াগরাজে করতে হবে প্রথম ইউপিআই ট্র্যানজ্যাকশন।
advertisement
জালিয়াতির শিকার হলে কী করণীয়?
১. BharatPe-তে জালিয়াতির বিষয়ে অভিযোগ জানাতে হবে।
২. এরপর একটি ফ্রড ক্লেম ফাইল করতে হবে।
৩. এরপর দিন দশেকের মধ্যে ক্ষতিপূরণ চলে আসবে গ্রাহকের কাছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2025 10:57 PM IST