এই সিরিজের অধীনে Nubia Red Magic 8 Pro এবং Nubia Red Magic 8 Pro+ স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই নতুন সিরিজটি Red Magic 7 Pro সিরিজের একটি আপগ্রেডেড ভার্সন। নতুন দুটি স্মার্টফোনেই Snapdragon 8 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে।
এখনো পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে তাতে জানা গিয়েছে যে, Nubia Red Magic 8 Pro+ ডার্ক নাইট এবং ডিউটেরিয়াম ট্রান্সপারেন্ট কালার অপশনে বাজারে লঞ্চ করা হয়েছে। এই সিরিজের ডার্ক নাইট ভার্সনে ১২ জিবি ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের স্মার্টফোনটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৬১,৭০০ টাকা।
advertisement
আরও পড়ুন- টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
অন্য দিকে, ১৬ জিবি ও ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মূল্যে পাওয়া যাবে মাত্র ৬৮ হাজার ৯০০ টাকায়। একই সঙ্গে ট্রান্সপারেন্ট ভার্সনের প্রারম্ভিক মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৬৪ হাজার ১০০ টাকা ধার্য করা হয়েছে।
Nubia Red Magic 8 Pro সিরিজের ডার্ক নাইট ভার্সনের প্রারম্ভিক মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৪৭ হাজার ৫০০ টাকা এবং এর ট্রান্সপারেন্ট ভার্সন মিলবে ভারতীয় মূল্যে প্রায় ৫৯ হাজার ৩০০ টাকায়। এই দুটি ফোনেরই প্রি-বুকিং শুরু হয়েছে। আজ অর্থাৎ ২৮ ডিসেম্বর থেকে ফোনগুলি ক্রয় করা যাবে।
এই স্মার্টফোনটি Android 13 বেসিসে RedMagic OS 6.0 প্রসেসরে চলবে। এতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট, ৬.৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ ১৬ জিবি LPDDR5 RAM।
এরই সঙ্গে থাকছে Snapdragon 8 Gen 2 প্রসেসর। ফটোগ্রাফির জন্য এর ব্যাকে থাকছে ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা, ৮ এমপি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ এমপি ম্যাক্রো ক্যামেরা।
সেলফির জন্য এর সামনে রয়েছে একটি ১৬ এমপি ক্যামেরা। এটিতে ব্যবহার করা হয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এর পাশাপাশি থাকছে 5000mAh এবং 165W ফাস্ট চার্জিং সাপোর্ট।
Nubia Red Magic 8 Pro+
এই ফোনে রয়েছে প্রো ভ্যারিয়েন্টের মতোই অপারেটিং সিস্টেম, যাতে একই ডিসপ্লে এবং প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে থাকছে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সেটআপ।
আরও পড়ুন- বছর শেষ হওয়ার আগেই ঘরে আনুন মনপসন্দ স্মার্ট টিভি! নামমাত্র দামে মিলছে এই সেলে
ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সেটআপে এখানে প্রো ভ্যারিয়েন্ট ব্যবহার করা হয়েছে। প্রো ভ্যারিয়েন্ট সেটআপ সহ এই ফোনের ব্যাটারিতে 6,000mAh পাওয়ার এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্টও ব্যবহার করা হয়েছে।